পেগাসাস (Pegasus) স্পাইঅয়্যার নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। ভারতে এই নিয়ে প্রচুর বিতর্ক দেখা দিয়েছে। ইজরায়েলের সংস্থা এসএসও (NSO) গ্রুপ এটি তৈরি করেছে। এই স্পাইঅয়্যার দিয়ে ফোন হ্যাক করা যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেখান থেকে সব তথ্য চুরি করে নেওয়া যেতে পারে। ফোনের সব তথ্য জানা যেতে পারে। বলা হচ্ছে, এর হামলা থেকে রক্ষা পায়নি আইফোন (iPhone)-ও। তবে আপনার ফোনে (iPhone) পেগাসাস (Pegasus) স্পাইঅয়্যার নজরদারি চালিয়েছে, জানা যাবে সহজে। এসেছে এমনই একটা সফ্টঅয়্যার। যা ব্যবহার করে বলে দেওয়া যাবে, আপনার আইফোন স্পাইঅয়্যারের শিকার হয়েছিল কিনা।
নয়া ওই অ্যাপটির নাম আইমেজিং (iMazing)। এই অ্যাপটি ম্যাক (macOS) এবং উইন্ডোজ (Windows)- দুই জায়গায় কাজ করে। তাই বেশির ভাগ মানুষ সহজে এটি ব্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এটি ব্যবহার করে বলে দেওয়া যাবে আপনার আইফোন আদৌ স্পাইঅয়্যারের শিকার হয়েছিল কিনা।
আইমেজিং (iMazing)-এর আপডেটেড ভার্সনে এই সুবিধা পাওয়া যাচ্ছে। স্পাইঅয়্যার ডিটেকশন ফিচারটি আইফোন (iPhone)-এর আইমেজিং (iMazing)-এর ম্যাকওএস (macOS) এবং উইন্ডোজের ২.১৪ ভার্সনে কাজ করবে।
এটা টেস্ট করতে আইফোন ব্যবহারকারীকে ম্যাকওএস (macOS) বা উইন্ডোজ (Windows)-এর সঙ্গে কানেক্ট করতে হবে। আর তারপর আইমেজিং (iMazing)-কে রান করাতে হবে। এরপর ডিটেক্ট স্পাইঅয়্যার অপশন সেলেক্ট করতে হবে। আর আপনি দেখতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছিল কিনা। সংস্থা জানিয়েছে, এর জন্য কোনও সেট আপ বা ব্যাক আপের দরকার নেই।
তবে এটি (iMazing) প্রথম নয়। অর্থাৎ স্পাইঅয়্যার রয়েছে কিনা, তা দেখার জন্য এটি প্রথম কোনও সফ্টঅয়্যার নয়। এর আগে মানবাধিকার সংস্থা পেগাসাস স্পাইঅয়্যার আক্রান্ত ফোন দেখার জন্য টুল বানিয়েছিল।
কী করে কাজ করে ওই টুল, জেনে নেওয়া যাক। ওই টুলের নাম মোবাইল ভেরিফিকেশন টুলকিট। তবে এটা চালানোর জন্য কোডিংয়ের দরকার পড়ত। কিন্তু এক্ষেত্রে লাগবে না। আইমেজিং (iMazing)-এ অপশনে ক্লিক করলেই তা কাজ করবে। এর পর বাকি কাজ ওই সফ্টঅয়্যারই করবে। এই ফিচার ওই সংস্থা (iMazing) নিখরচায় দিচ্ছে।