Advertisement

টেক

Ellon Musk Spacex Rover To Moon: চাঁদে SUV-র মতো রোভার পাঠাচ্ছে এলন মাস্কের সংস্থা, নাসার সঙ্গে চুক্তি Photos

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Apr 2023,
  • Updated 7:17 PM IST
  • 1/7

Ellon Musk Spacex Rover To Moon: আগামী তিন-চার বছরের মধ্যে এসইউভি গাড়ির আকারে রোভার চাঁদে পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই কোম্পানির নাম অ্যাস্ট্রোল্যাব এই কোম্পানি নিজেদের রোভার পাঠানোর জন্য নাসার সঙ্গে আল্টিমেস প্রোগ্রাম ব্যবহার করবে।

  • 2/7

এলন মাস্কের কোম্পানি স্পেসেক্স এর বিশাল রকেট স্টারসিপে রোভারকে চাঁদে পাঠানো হবে। এই রোভারের নাম ফ্লেক্সিবল লজিস্টিকস এন্ড এক্সপ্লোরেশন বা (FLEX) এটি একটি বড় জিপের আকারের রোভারের মধ্যে অ্যাস্ট্রোনটেরা বসে চাঁদে ঘুরে বেড়াতে পারবেন।

  • 3/7

অ্যাস্ট্রোনট আলাদা আলাদা জায়গায় রোভারের মাধ্যমে ড্রাইভ করতে পারবেন। নিজেদের সুবিধামতো স্যাম্পল জমা করতে পারবেন। এর মধ্যে হেডলাইটও লাগানো থাকবে। যাতে রাতে কাজ করতে কোনও রকম সমস্যা না হয়। অন্ধকার এলাকায় রোভার যাতে চালাতে সুবিধা হয় সেজন্য লাইটও লাগানো থাকবে।

  • 4/7

মনে করা হচ্ছে যে এই রোভার ২০২৬ এর মধ্যে চাঁদে পৌঁছে দেওয়া যাবে। AstroLab এবং স্পেসএক্স এর মধ্যে এই রোভারকে চাঁদে পৌঁছানোর জন্য একটি সমঝোতা চুক্তি হয়েছে। যদি এই মিশন সফল হয় তাহলে ফ্লেক্সে রোভার চাঁদে যাওয়াই পৃথিবীর একমাত্র সবচেয়ে বড় রোভার হবে।

  • 5/7

রোভার এবং কার্গো সব মিলিয়ে ওজন ২ টন হবে। এর সাহায্যে চাঁদে মাটিতে অ্যাস্ট্রোনটরা সুবিধামতো চলাফেরা করতে পারবেন। সঙ্গে তাদের স্যাম্পেল জমা করতে সাহায্য হবে। এই রোভার কোন আর দরজাওয়ালা এসইউভি কালের চেয়ে একটু ছোট হবে।

  • 6/7

এই রোভারকে এভাবে বানানো হয়েছে যাতে এর মধ্যে অ্যাস্ট্রোনটরা বুঝতে পারেন এর অনবোর্ড চ্যানেলের মাধ্যমে এটি ড্রাইভ করা যাবে। যদি কোনও চালক না থাকে কাজে ব্যস্ত থাকেন, তাহলে এটি রিমোট দিয়ে চালানো যাবে। astro lab এই রোভারটিকে নাসার শর্ত অনুযায়ী বানানো হয়েছে।

 

  • 7/7

লুনার আউটপোস্ট বানাতে সাহায্য পাওয়া যাবে। আপাতত অ্যাস্ট্রল্যাবের বৈজ্ঞানিকেরা ইঞ্জিনিয়াররা মঙ্গল গ্রহের জন্য রোভার বানানোর প্রস্তুতিতে লেগে রয়েছেন। ভবিষ্যতে মঙ্গল গ্রহে এভাবে রোভার পাঠানো হবে। যাতে আল্টিমিস্ট মিশন অনুযায়ী এস্ট্রোনটটা সেখানে চলতে ফিরতে অসুবিধায় না পড়েন।

Advertisement
Advertisement