Advertisement

টেক

e-Rupi অ্যাপ লঞ্চ মোদীর, ডিজিটাল পেমেন্ট আরও সহজ

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Aug 2021,
  • Updated 5:38 PM IST
  • 1/11

ডিজিট্যাল লেনেদেনে নতুন এক অধ্যায়ের সূচনা হল সোমবার (২ আগস্ট) বিকেলে। এদিন ডিজিট্যাস পেমেন্ট সলিউশনই-রুপি(e-RUPI)-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল গোটা অনুষ্ঠানের। 

  • 2/11

এই ডিজিটাল ব্যবস্থাটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাহায্যে এই e-Rupi ব্যবস্থাটি চালু হয়েছে। 

  • 3/11

e-Rupi হল এক ক্যাশলেস এবং কনটাক্টলেস ডিজিট্যাল পেমেন্ট সিস্টেম। এতে নেই কোনো মোবাইল অ্যাপের প্রয়োজন! প্রধানমন্ত্রী দফতর থেকে দেওয়া লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, ই-রুপি হল এক ধরনের ই-ভাউচার, যা মোবাইলের থেকেই দেখা যাবে। কোনওরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই এই ই-রুপি ব্যবস্থা চালু করা যাবে। 
 

  • 4/11

PMO তরফে স্পষ্ট জানানো হয়েছে, ই-রুপি আসলে পরিষেবাদান কারীদের সঙ্গে পরিষেবা গৃহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্ষেত্রে এই পুরো পেমেন্ট ব্যবস্থাই e-Rupi মাধ্যমে করা সম্ভব। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, কোনওরকম মধ্যস্থতাকারী ছাড়াই পরিষেবাদানকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করা সম্ভব হবে। জনকল্যাণমূলক পরিষেবা দান করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

  • 5/11

UPI এর মাধ্যমে এই ই-ভাউচার কাজ করবে। এক কথায়, নাগরিকদের জন্য বিশেষ কুপনের ব্যবস্থা করবে সরকার। অনলাইন ব্যাঙ্কিং, পেমেন্ট অ্যাপ ব্যবহারের সুবিধা না থাকলেও, ব্যবহার করা যাবে e-RUPI। ফলে, দেশের যে সব নাগরিকের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরাও সরকারি সুবিধার আওতায় চলে আসবেন।

  • 6/11

নতুন কী রয়েছে এই অ্যাপে?
পরিচয় ও মোবাইল নম্বর যাচাই করে প্রিপেইড ভাউচারের মতোই কাজ করবে e-RUPI। কোনও নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিবর্তে, তাঁর কাছে পৌঁছে যাবে e-RUPI ভাউচার। QR কোড অথবা SMS এর মাধ্যমে কোনও ব্যক্তির কাছে পাঠানো হবে e-RUPI ভাউচার।
 

  • 7/11

যে ব্যক্তির নামে e-RUPI ভাউচার পাঠানো হয়েছে, শুধু মাত্র সেই ব্যক্তিই একবার এই ভাউচার ব্যবহার করতে পারবেন। কোনও কার্ড, পেমেন্ট অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই e-RUPI ভাউচার রিডিম করা যাবে। শুধুমাত্র যে ব্যক্তির নামে ভাউচার পাঠানো হয়েছে, সেই ব্যক্তি নিজের পরিচয় দেখিয়ে এই ভাউচার ব্যবহার করতে পারবেন। এই গোটা প্রক্রিয়ায় কোনও অ্যাপ অথবা ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হবে না। তাই, যে কোনও মোবাইল থাকলেই e-RUPI ভাউচারের মাধ্যমে সরাসরি সরকারের আর্থিক সাহায্যের সুবিধা পাওয়া যাবে।

  • 8/11

e-RUPI মাধ্যমে পরিষেবাদানকারীর সঙ্গে সরাসরি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গ্রাহক বা ব্যবহারকারীর যোগ স্থাপন করতে পারবেন। আর্থিক লেনদেন সম্পূর্ণ হওয়ার পরই পরিষেবাদানকারীর কাছে নির্দিষ্ট অঙ্ক গিয়ে পৌঁছবে। প্রিপেইড পদ্ধতি হওয়ায় এটি নির্দিষ্ট সময়েই অর্থ পৌছে দেবে বিনা কোনও বাধায়। এখানে কোনও টাকা লেনদেনের প্রয়োজন হবে না।
 

  • 9/11

e-RUPI-র অধীনে কোন কোন  সার্ভিস?
সাধারণ মানুষের কাছে যেন সমস্ত সরকারি সুবিধা পুরোপুরি পৌঁছে যায়, তা নিশ্চিত করতেই e-RUPI লঞ্চ করছে কেন্দ্র। নবজাতক ও মায়ের জন্য ওষুধ, খাবার, টিবি শিক্ষা কার্যক্রম, আয়ুষ্মান ভারত, প্রধান মাতৃ জন আরোগ্য যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা e-RUPI-র মাধ্যমে পাওয়া যাবে। সরকার ছাড়াও বিভিন্ন কোম্পানি, তাঁদের কর্মীদের নানাবিধ সুবিধা দিতে e-RUPI ব্যবহার করতে পারবে। কর্মীদের যথাযথ খাওয়া-দাওয়া, স্বাস্থ্য সুবিধা দিতে এবার থেকে e-RUPI ব্যবহার হতে পারে। সে ক্ষেত্রে কেন্দ্রের পরিবর্তে এই ভাউচার পাঠাবে কোম্পানিগুলি।
 

  • 10/11


কোন কোন ব্যাঙ্ক e-RUPI সাপোর্ট দিচ্ছে?
শুরুতেই e-RUPI সাপোর্টে এগিয়ে এসেছে দেশের 11টি ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ প্রায় সব জনপ্রিয় ব্যাঙ্কের নাম এই তালিকায় রয়েছে। যে ১১টি ব্যাঙ্ক সাপোর্ট দিচ্ছে সেগুলি হল-  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, e-RUPI জারি করতে পারবে যে যে ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
 

  • 11/11

এই ব্যবস্থাকে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতে তৎপর কেন্দ্র।এই ব্যবস্থার জন্য কোন মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়বে না, অর্থাৎ এক্ষেত্রে কোনও অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা সঙ্গে যুক্ত হতে হবেনা গ্রাহকদের। 

Advertisement
Advertisement