Advertisement

টেক

Royal Enfield Hunter 350 Launched: বুকিং শুরু হান্টারের, দাম দেড় লক্ষ, ১০ ছবিতে জানুন ফিচার

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Aug 2022,
  • Updated 1:38 PM IST
  • 1/10

অপেক্ষার অবসান। পুজোর আগেই বাজারে চলে এল রয়াল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)। রেট্রো, মেট্রো ও মেট্রো রেবেল- এই তিন ভ্যারিয়েন্টে মিলছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক। 

  • 2/10

দুর্দান্ত ফিচার রয়েছে হান্টারে। রয়্যাল এনফিল্ডের চিরাচরিত ডিজাইন এই বাইকে নেই। ছোট এবং কমপ্যাক্ট লুক দেওয়া হয়েছে।

  • 3/10

ফ্যাক্টরি ব্ল্যাক, ফ্যাক্টরি সিলভার, ড্যাপার গ্রে এবং রেবেল রেড রঙে পাওয়া যাচ্ছে হান্টার ৩৫০। ফ্রন্ট লুক স্পোর্টি।   
 

  • 4/10

রয়্যাল এনফিল্ডের মিটিওর এবং ক্লাসিকের চেয়ে হান্টার ৩৫০-র চাকা ছোট। হান্টার ৩৫০-র চাকার মাপ ১৩৭০ মিলিমিটার। ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে হান্টারে। সাধারণত এনফিল্ড বাইকে ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকে। 

  • 5/10

হান্টার ৩৫০-তে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম), ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার এবং ৪ স্ট্রোক এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। পাঁচটি স্পিডের গিয়ারবক্স রয়েছে। হান্টারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার। 

  • 6/10

৬টি রঙে পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। সেগুলি হল- রেবেল লাল (Rebel Red), রেবেল নীল (Rebel Blue), রেবেল কালো (Rebel Black), ড্যাপার গ্রে (Dapper Grey), ড্যাপার অ্যাশ (Dapper Ash) এবং ড্যাপার সাদা (Dapper White)। 

  • 7/10

হেডল্যাম্প ও ইন্ডিকেটর গোলাকার। সেই সঙ্গে আইআরবিএম এবং টেইল ল্যাম্প রয়েছে।

  • 8/10

রয়্যাল এনফিল্ডের বাকি বাইকের মতো হান্টারের ডিজাইন নয়। বরং অনেক বেশি স্পোর্টিং বাইক। লম্বা সিঙ্গল সিট রয়েছে। যা বাইককে ভিন্টেজ লুক দিচ্ছে। মিটিওর ৩৫০ এবং জে সিরিজের ডিজাইন দেওয়া হয়েছে বাইকে। 

  • 9/10

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-র দাম সাধারণের নাগালের মধ্যেই রেখেছে সংস্থা। দাম শুরু হচ্ছে ১.৪৯ লক্ষ টাকা থেকে। এটা এক্স-শোরুম দাম

  • 10/10

হান্টার ৩৫০-র পর রয়্যাল এনফিল্ড আরও কয়েকটি বাইক আনার পরিকল্পনা করছে। সেগুলি হল- মিটিওর ৬৫০, শটগান ৬৫০। এর মধ্যে শটগানকে নিয়ে বাইকপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। 

Advertisement
Advertisement