Advertisement

টেক

Swiggy Female Delivery Partner : পিরিয়ডে মহিলা ডেলিভারি কর্মীদের দু'দিনের সবেতন ছুটি সুইগি-তে

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Oct 2021,
  • Updated 5:25 PM IST
  • 1/14

Swiggy Female Delivery Partner: অনলাইনে খাবার অর্ডার করা এখন এক খুব সহজ ব্যাপার। এবং এই পরিষেবা রীতিমতো জনপ্রিয় হয়েছে। তেমনই একটি সংস্থা হল সুইগি (Swiggy)। তারা নিয়ে ডেলিভারি গার্ল (Female Delivery Partner)-দের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। 

  • 2/14

আর তা হল পিরিয়ডের সময় কোনও ডেলিভারি গার্ল (Female Delivery Partner) দু'দিন ছুটি পাবেন। এবং তার বেতন থেকে কোন টাকা কাটা হবে না। তারা (Swiggy) দু'দিন পিরিয়ড লিভ পলিসি চালু করে দিয়েছে।

  • 3/14

তারা পুনেতে প্রথম ডেলিভারি গার্ল বা মহিলা ডেলিভারি কর্মী (Female Delivery Partner)কে নিয়োগ করেছিল। এখন প্রায় এক হাজার মহিলা তাদের অন্তর্গত এরকম কাজে যুক্ত।

  • 4/14

এ ব্যাপারে ওই সংস্থা জানাচ্ছে, মহিলাদের কাজের পরিবেশ আরও আরামদায়ক এবং বন্ধুত্বপূর্ণ করতে হবে। যাতে আরও বেশি করে মহিলা সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। 

  • 5/14

সুইগি (Swiggy)-র ভাইস-প্রেসিডেন্ট (অপারেশনস) মিহির শাহ বলেন, পিরিয়ডের সময় রাস্তায় কাজ করতে বের হওয়া সম্ভবত অন্যতম কঠিন কাজ। আর এই জন্য অনেকে ডেলিভারি কাজে যুক্ত না-ও থাকতে পারেন। কাজ করার সুযোগ থাকলেও তাঁরা হয়তো তা থেকে দূরে থাকবেন।

  • 6/14

তিনি আরও জানান, তাই সেই সময় তাঁদের (Female Delivery Partner) সাহায্য করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা তাঁদের কোনও প্রশ্ন করব না। কিন্তু মাসে দু'টো দিন সবেতন ছুটি মঞ্জুর করা হবে। তাঁরা ছুটি নিতে পারবেন নিজেদের ইচ্ছেমতো। এবং এর ফলে তাদের আয়ের কোনও পরিবর্তন হবে না

  • 7/14

ওই সংস্থা (Swiggy) ইতিমধ্যে এমন বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে তাদের পুরুষ এবং নারী ডেলিভারি পার্টনারদের জন্য। যেসব রেস্তোরাঁ বা খাওয়ার জায়গার কাছাকাছি পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় রয়েছে, তাদের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে। সে ব্যাপারে জোর দিয়েছে তারা। এর পাশাপাশি তাঁরা শেল (Shell)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। যাতে বিভিন্ন পেট্রোল পাম্পে তাদের ডেলিভারি পার্টনার ব্যবহার করতে পারেন। 

  • 8/14

যেসব মহিলারা এই সংস্থার ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত তাদের গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছেন সুইগি (Swiggy)। তারা জানিয়েছে, দু'রকম ভাবে তারা বিষয়টি সমাধান করছে। প্রথমত, স্বল্প দূরত্বে যাতে বাইসাইকেলে করে যাতে ডেলিভারি করা যায়, তা নিশ্চিত করা হয়েছে। তাদের ২২ শতাংশ ডেলিভারি পার্টনার, বলা ভাল মহিলা ডেলিভারি পার্টনার বাইসাইকেল ব্যবহার করেন। এবং অন্যদিকে দ্বিতীয় পদ্ধতিটি হল, তারা ভাড়ায় ইলেকট্রিক মবিলিটি পার্টনার যোগানের চেষ্টা করেছি। 

  • 9/14

এর আগে এই সংস্থায় নিয়ম ছিল মহিলা ডেলিভারি পার্টনাররা বিকেল ছ'টা পর্যন্ত কাজ করতে পারবে কিন্তু এখন সেটা বদলে গিয়েছে।

  • 10/14

রাতের দিকে সবথেকে বেশি খাবার অর্ডার করা হয়। তাই সে সময় যাতে মহিলা ডেলিভারি পার্টনাররা কাজ করতে পারেন, তার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • 11/14

বেঙ্গালুরুতে ইতিমধ্যেই পরিষেবা চালু হয়েছে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও যাতে সেগুলো চালু করেছে সেই পরিকল্পনা করছে সুইগি (Swiggy)। 

  • 12/14

তাদের ডেলিভারি পার্টনার যদি মনে করেন নির্দিষ্ট কোনও এলাকা নিরাপদ নয়, তাহলে তারা অর্ডার বাতিল করে দিতে পারবেন। তার জন্য তাদের কোনও প্রশ্ন করা হবে না। 

  • 13/14

এর পাশাপাশি চালু করা হয়েছে এসওএস সার্ভিস। ডেলিভারি পার্টনারের কাছে অ্য়াপের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।

  • 14/14

যেখান থেকে তারা সুইগি (Swiggy) হেল্পলাইন, লোকাল পুলিশ এবং অ্য়াম্বল্যান্সে এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যখন তাঁদের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা দরকার পড়বে।

Advertisement
Advertisement