Advertisement

টেক

Twitter-এর বিকল্প বলা হচ্ছে 'KOO APP'-কে, জানুন এই দেশি অ্যাপটি সম্পর্কে

Aajtak Bangla
  • 10 Feb 2021,
  • Updated 10:11 PM IST
  • 1/6

হত বছরই টিকটক, পাবজির মতো প্রচুর চিনা অ্যাপ বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপরেই অনেক ভারতীয় অ্যাপ নির্মাতারা এগিয়ে আসতে ভরসা পেয়েছিলেন। এবার আত্মনির্ভর ভারতের এই মন্ত্রের উপর ভরসা করেই আপ্রামেয়া রাধাকৃষ্ণ Koo অ্যাপ তৈরি করেছেন। যা ট্যুইটারের বিকল্প হিসাবে দেখা হচ্ছে।

  • 2/6

অনেকেই এই অ্যাপটিতে সাইন আপ করতে শুরু করেছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যে এই অ্যাপে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। 

  • 3/6

মায়াঙ্ক বিদাওয়াতকা ও আপ্রামেয়া  রাধাকৃষ্ণ এই অ্যাপটি গত বছর মার্চ মাসে তৈরি করেছিলেন।  ট্যুইটারের মতো এই অ্যাপটি গ্রাহকরা যে কোনও বিষয়ে মতামত প্রদান করতে পারবেন। ২০২০ সালে আগস্টে কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ইনোভেশনেও অংশ নিয়েছিলেন এই অ্যাপটি। 

  • 4/6

গুরুত্বপূর্ণ বিষয় হল এই অ্যাপটিতে অনেকগুলি ভারতীয় ভাষা রয়েছে। তেলেগু, তামিল, বাংলা, কন্নড়, গুজরাতি, মারাঠি, অসমিয়া,ওড়িয়া, মালায়ালাম ও পঞ্জাবি ভাষা এই অ্যাপে রয়েছে। 

  • 5/6

এই অ্যাপটিতে ব্যবহারকারীরা পোস্ট, ভিডিও এবং ফটো শেয়ার করতে পারেন। টুইটারের মতো এখানেও ব্যবহারকারীরাও একে অপরের সঙ্গে চ্যাট করতে পারেন। এছাড়াও, ব্যবহারকারীরা এই মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে পোলও করতে পারেন।

  • 6/6

গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ফোনেই এই অ্যাপটি ব্যবহার করা যায়।

Advertisement
Advertisement