WhatsApp: দেখতে দেখতে বারোটা বছর পেরিয়ে গেল হোয়াটসঅ্যাপ (WhatsApp) বাজারে এসেছে। আর এই সময়ের মাঝে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ প্রবল জনপ্রিয় হয়েছে। এখন তো মোবাইল হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া ভাবাই যায় না।
নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে এবং তা আরও বাড়াতে একের পর এক নয়া ফিচার নিয়ে এসেছে তারা। হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ একটা ফিচার রয়েছে যার সাহায্যে আপনি সহজেই তথ্য জমা রাখতে পারবেন।
নতুন এই ফিচারের মাধ্যমে আপনি নিজেকেই মেসেজ পাঠাতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ কথা নোট হিসেবে রেখে দিতে পারবেন। পরবর্তীকালে যখন দরকার পড়বে তা ব্যবহার করতে পারবেন।
বলা যেতে পারে হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর এই ফিচারটা অনেকটা যেন টেলিগ্রামের সেন্ড মেসেজ-এর ফিচারের মতো। এই ফিচার সিগন্যালেও রয়েছে।
এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ তথ্য, ছবি বা অন্যান্য জিনিস হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে পারবেন। কী করে করবেন? আসুন জেনে নিই।
এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর কোন মেসেজ ফেভারিট করার অপশন রয়েছে। এর মাধ্যমে কোন মেসেজ ডিলিট করার পরও তা আপনি দেখতে পারবেন, যদি তা ফেভরিট মার্ক করে থাকে।
এটা অনেকটা যেন বুকমার্ক। তবে নিজেকে মেসেজ করতে গেলে নতুন একটা পদ্ধতি কাজে লাগাতে হবে।
এমনটা করতে গেলে আপনার কোনও বন্ধুর সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ খুলে ফেলেন। এরপর ওই বন্ধুকে গ্রুপ থেকে সরিয়ে ফেলুন। তারপর আপনি সেখানে থাকবেন।
গ্রুপের নাম আপনার নিজের হিসেব মতো সেট করুন। আর যখন তখন খুঁজে মেসেজ পাঠাতে পারবেন।
আর তারপর আপনি যে কোনও মেসেজ, ফটো বা অন্যান্য যাই হোক ওই গ্রুপে পাঠাতে পারবেন। অন্য কাউকে পাঠানোর কোনও ঝক্কি থাকবে না। খুব সহজেই আপনি সেগুলো রেখে দিতে পারবেন।
তা সে পড়ার জিনিসপত্র বা নোটস হোক বা পরিবার-বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি।
সবই খুব সহজেই আপনার কাছে জমা থাকবে। আর এটাকে আপনি পিন করে রাখতে পারেন। যাতে সেটি একেবারে ওপরে থাকে। সেটি খুঁজে পেতে অসুবিধা হবে না। যদি নাম ভুলেও যান, তা হলেও সমস্য়া হবে না।