Advertisement

টেক

ডিলিটের পরও ফিরিয়ে আনুন WhatsApp Message, জানুন পদ্ধতি

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Aug 2022,
  • Updated 3:47 PM IST
  • 1/6

ইউজারদের সুবিধা দেওয়ার জন্য বারেবারেই অ্যাপ আপডেট করতে থাকে WhatsApp। এতে সম্প্রতি এমন কিছু আপডেট করা হয়েছে, যা মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে এমন আরও একটি ফিচার আসতে চলেছে। 

  • 2/6

হোয়াটসঅ্যাপে নতুন যে ফিচার আসতে চলেছে, তার মাধ্যমে ভুল করে ডিলিট করে ফেলা মেসেজ ফের রিকভার করা যাবে। WABetaInfo-র মাধ্যমে বিষয়টি জানা গিয়েছে। অর্থাৎ বর্তমানে এটি বিটা ভার্সনে রয়েছে। 

  • 3/6

কীভাবে কাজ করবে নয়া এই WhatsApp Feature? 
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এই ফিচারটি Undo অপশনের মতো কাজ করবে। ফিচারটির স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo। এক্ষেত্রে কোনও মেসেজ ডিলিট করার পর কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্য়ে যদি আপনি বুঝতে পারেন যে সেটি ভুল করে ডিলিট হয়ে গিয়েছে, তাহলে Undo করতে পারেন। 

  • 4/6

নয়া এই ফিচারটি বিটা ভার্সন 2.22.18.13-এ দেওয়া হয়েছে। অন্ড্রয়েড ও iOS-এর সাধারণ ইউজারদের জন্য এটি কবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। তবে এটি শুধুমাত্র নিজের ডিলিট করা মেসেজের ক্ষেত্রেই কার্যকরী। অন্য কোনও ইউজারের ডিলিট করা মেসেজ রিকভার করা যাবে না। 

  • 5/6

অন্যের ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন?
এক্ষেত্রে বলে রাখা ভাল, অপরের ডিলিট করা মেসেজ পড়ার একটি সহজ উপায় আছে। এর মাধ্যমে যে কোনও ডিলিট করা মেসেজকে ফের পড়া যাবে। তার জন্য নিজের স্মার্টফোনের নোটিফিকেশন হিস্ট্রি অন রাখতে হবে। এরপর যখনই ফোনে কোনও মেসেজ আসবে, তার নোটিফিকেশন পাওয়া যাবে। 

  • 6/6

তারপর যদি সেই মেসেজ ডিলিটও করা হয়, তাও সেটি নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে পড়া যাবে। তবে এর মাধ্যমে ছবি, ভিডিও বা কোনও ফাইল অবশ্য অ্যাকসেস করা যাবে না। 
 

Advertisement
Advertisement