Advertisement

টেক

Light Year 0 Single Charge 7 month Run Car: এক চার্জে চলবে ৭ মাস, আশ্চর্য গাড়িটি কবে বাজারে?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Jun 2022,
  • Updated 3:26 PM IST
  • 1/6

পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম মহার্ঘ থেকে মহার্ঘতর (Costly) হয়ে চলেছে। বাড়তি কার্বন এমিশন (Carbon Emission) এর কারণে গত কিছু সময় থেকে ইলেকট্রিক গাড়ির (Electric Car) দাপট বেড়ে চলেছে। শুধু উন্নত দেশগুলিতে (Develeoped Country) নয়, ভারতবর্ষেও (India) ইলেকট্রিক গাড়ি (Ev)ব্যবহার বাড়তে শুরু করেছে মানুষ। যদিও এখনও পর্যন্ত এই বাজারের বিকাশে বাধা রয়েছে। যেমন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চার্জিং এর (Charging Problem)। চার্জিং পয়েন্ট দেশজুড়ে সব জায়গায় না থাকার কারণে ইলেকট্রিক গাড়ি কিনতে সাহস পাচ্ছেন না অনেকে। যেখানে পেট্রোল পাম্প ২-৪ কিলোমিটারের মধ্যে মিলবেই, সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জিং পয়েন্ট নেই বললেই চলে। সে কারণে ইচ্ছে থাকলেও অনেকে কিনতে পারছেন না।

  • 2/6

একবার চার্জিং পয়েন্ট পেয়ে গেলেও সমস্যার সমাধান হয়ে যায় না। আপনাকে আপনার গাড়ি ফিউল ট্যাঙ্ক (Fule Tank) পেট্রল ডিজেলের ভরতে এক থেকে দুই মিনিট সময় লাগে। সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে মুশকিলের সামনে পড়তে হবে। ইলেকট্রিক্যাল চার্জ করতে ৪ থেকে ৬ ঘন্টা সময়ের দরকার। এরপরেও একটা সীমিত রেঞ্জ পর্যন্ত এই গাড়ি চলে। ততটা দূরত্ব পর্যন্ত যাওয়ার আগে আপনি যদি নতুন করে গাড়ি চার্জিং পয়েন্ট না পান তাহলে আপনাকে থেমে যেতে হবে। এখন এই সমস্যা থেকে মুক্তি দিতে একটি স্টার্ট আপ কোম্পানি (Start up Company) এর সমস্যার সমাধান করে ফেলেছে। কোম্পানি এমন একটি গাড়ি বানিয়েছে যা একবার চার্জ করলে ৭ মাস পর্যন্ত চলবে।

  • 3/6

কোম্পানি এই গাড়ির নাম দিয়েছে লাইটইয়ার জিরো (Lightyear O)। এটি পৃথিবীর প্রথম সোলার কারও (Solar Car) বলা যায়। কারণ এটি রোদে রাখলে রোদ থেকে শক্তি নিয়ে দৌড়াতে শুরু করবে। কোম্পানির বক্তব্য যে এটি একবার চার্জ করার পর সাত মাস পর্যন্ত চালানো সম্ভব। যেখানে কড়া রোদ (Sun) থাকে, সেই সব দেশে এটি ততো ভালো চলবে। ভারতসহ বিভিন্ন এশিয়ান(Asian Countries) কান্ট্রিতে এখানকার তাপমাত্রা (Scorching Heat) বছরভর ভালো থাকে। সেখানেই গাড়ি অত্যন্ত জনপ্রিয় হতে পারে। এর সঙ্গে কোম্পানি এটাও দাবি করেছে যে নেদারল্যান্ড (Netherlands) এর মত দেশে এটি এক চার্জে ২ মাস পর্যন্ত চলতে পারে। যেখানে রোদ খুব কম থাকে।

  • 4/6

কোম্পানির দাবি, যখন আপনার প্রতিদিন ৩৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে এই হিসেবে ফল দেবে। যদি এটি দূরত্ব কম বেশি হয়, তাহলে চার্জ এর মেয়াদ কম বেশি হবে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এই দূরত্বই মোটামুটি প্রতিদিন মানুষ চলেন। প্রতিদিন গাড়ি চালিয়ে লম্বা দূরত্ব ঘুরে বেড়ান না। তবে গাড়ি যখন আপনি চালাবেন না, পার্ক করে রাখবেন, তখন খোলা জায়গায় পার্ক করে রাখতে হবে। তাহলে গাড়ি সোলার পদ্ধতিতে চার্জ হতে থাকবে। কোম্পানির এই গাড়ি রোদ থেকে শক্তি সংগ্রহ করার জন্য ছাদে ৫৪ বর্গফুটের সোলার সিস্টেম লালাগানো হয়েছে। কোম্পানি এটাও দাবি করেছে যে যদি পর্যাপ্ত রোদ পায়, তাহলে এটি দিনে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

  • 5/6

কোম্পানির দাবি, একবার ফুল চার্জ করার পর এটি শুধু ব্যাটারিতে ৬২৫ কিলোমিটার চলতে পারে। কোম্পানি এর নাম দিয়েছে লাইটইয়ার জিরো। হাইওয়েতে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যেতে পারবে। যদি কোম্পানির দাবি ঠিক হয়, তাহলে কারটি সবচেয়ে energy-efficient ইলেকট্রিক কার হবে। এই গাড়ি প্রোডাকশন এ বছর শুরু করতে চলেছে ডেলিভারি নভেম্বর ২০২২ এ পাওয়া যাবে।

 

  • 6/6

এই কোম্পানি শুধু পাঁচ জন মিলে  ২০১৬ সালে নেদারল্যান্ডে শুরু করেছিলেন। এখন কোম্পানি এত বড় হয়ে গিয়েছে যে পাঁচশোর বেশি লোক এখানে কাজ করছেন। কোম্পানি জানিয়েছে যে তারা প্রথম দফায় শুধু ৯৪৯ টি গাড়ি বানাবেন। লাইটইয়ার কোম্পানি গাড়িগুলি ফিনল্যান্ডে তৈরি হবে এবং ভোলমেট অটোমেটিক কোম্পানি এর প্রোডাকশন করবে।

Advertisement
Advertisement