
আধারের ব্যবহার প্রায় সর্বত্র। ভোটার থেকে প্যান, রেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব জায়গাতেই এর বহুল ব্যবহার। তাই এখন অনেক মানুষই সঙ্গে আধার কার্ড রাখেন। কোনও প্রয়োজন পড়লেই করেন ব্যবহার। তবে মাথায় রাখতে হবে, সবসময় সঙ্গে আধার রাখতে গেলে আবার তা হারিয়ে যেতে পারে। যার জন্য রয়েছে বিপদের আশঙ্কা। যদিও সেই সমস্যা সমাধানেই এগিয়ে এল UIDAI বা আধারের সংস্থা। তারা নতুন একটি আধার অ্যাপ লঞ্চ করল। সেই অ্যাপ সম্পর্কে ঘোষণা করা হল এক্স-এ।
অনেক দিন ধরেই এই অ্যাপটি ঘোষণা হবে বলে খবর ছিল। আর সেই অপেক্ষার অবশেষে সমাধান হল। নতুন অ্যাপ নিয়ে এল আধার। এই অ্যাপটি কাছে থাকলে আপনাকে আর সঙ্গে করে আধার নিয়ে ঘুরতে হবে না।
প্লে স্টোরেই মিলবে
ভাল খবর হল, নতুন আধার অ্যাপটি আপনি অনায়াসে পেয়ে যাবেন প্লে স্টোরে। সেখান থেকেই ডাউনলোড করে নিন এটি।
প্লে স্টোরে এটির একটি ছবিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই ফটোতে দেখা যাচ্ছে, আধার কার্ডটা সরাসরি দেখানো যাবে মোবাইল অ্যাপে। এছাড়া যতদূর খবর, ডেট অব বার্থ এবং আধার নম্বরের ক্ষেত্রেও আলাদা করে সিকিউরিটি থাকছে। জন্ম তারিখের ক্ষেত্রে শুধমাত্র সালটা দেখা যাবে। পাশাপাশি আধার নম্বরের শেষ চার ডিজিটেরও দেখা মিলবে।
বায়োমেট্রিক লক করে দিতে পারবেন?
এই নতুন আধার অ্যাপের মাধ্যমে আপনি অনায়াসে নিজের বায়োমেট্রিক লক করে দিতে পারবেন। যার ফলে অন্যান্যরা বায়োমেট্রিকের তথ্য হাতিয়ে নিতে পারবে না। আর এটা একটা বিরাট বড় ফিচার।
শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে ডাউনলোডও করা যাবে আধার কার্ড। সেক্ষেত্রে আইডি ডিটেলস দিয়ে করতে পারেন আধার ডাউনলোড। এছাড়া মাস্কড আইডি ডিটেলস দিয়েও এটা ডাউনলোড করা সম্ভব।
পরিবারের জন্যই হবে সুবিধা
হতেই পারে, আপনি বাড়ির বাইরে রয়েছেন। তবে বাড়ির কারও আধারের ডিটেলস আপনার প্রয়োজন পড়ে গেল। এমন পরিস্থিতিতেও সমস্য়ার সমাধান করে দেবে এই অ্যাপ। আসলে এই অ্যাপে অনায়াসে নিজের পরিবারের সকলের আধার কার্ডের ডিটেলস স্টোর করে রাখতে পারেন। যার ফলে দরকার পড়লে খুব সহজেই সেটা ব্যবহার করা যাবে।
তাই এখনই এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এটা নিজের কাছে থাকলেই আর চিন্তা নেই। নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের তথ্য পাবেন।