পুজোর ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন। বছরের এই সময় কেনাকাটার ব্যস্ততা থাকে তুঙ্গে। আর এইসময় একের পর এক সেল এনে চমক দিল ই-কমার্স সংস্থাগুলি। মোবাইল থেকে শুরু করে পোশাক, বিভিন্ন পন্যের উপর দুর্দান্ত ছাড় ঘোষণা করেছে সংস্থাগুলি।
ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বিগ বিলিয়ন ডে। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই সেল চলবে ২১ অক্টোবর পর্যন্ত । ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা ১৫ তারিখ থেকেই এই সেলের সুবিধা পাবেন। সঙ্গে রয়েছে নো কস্ট ইএমআইআয়ের সুবিধা।
পোকো, রিয়েল মি বিভিন্ন সংস্থার স্মার্টফোনের উপর আকর্ষণীয় হারে ছাড় রয়েছে। শুধুমাত্র স্মার্টফোন নয়, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট যেমন ট্যাবলেট, ব্লু টুথ, স্পিকার, স্মার্টওয়াচ, ক্যামেরার উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। এসবিআই ক্রেডিট কার্ডে কেনাকাটার উপরে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনেও শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেল। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই সেল। অ্যামাজন প্রাইম মেম্বাররা অবশ্য তার ২৪ ঘণ্টা আগে থেকেই অফারের সুযোগ সুবিধা পাবেন। আইফোন, রেডমি, স্যামসং, ওয়ান প্লাস মোবাইলের উপর অফার দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ল্যাপটপ, ক্যামেরা, টিভি ও অন্যান্য গৃহস্থালী সামগ্রীর উপরেও দুর্দান্ত ছাড় দেওয়া হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের উপর কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
অক্টোবরের ১৪ থেকে শুরু হচ্ছে মিন্ত্রার ফ্যাশন সেল। বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকের উপর ছাড় রাখা হয়েছে।