Advertisement

iPhone Feature in Android: লাখ টাকার আইফোনের এই ফিচার এবার সস্তার অ্যান্ড্রয়েডেই দেবে Google! আপনার ফোনে আসবে?

ধরুন আপনি কাউকে ফোন করবেন। কনট্যাক্টস-এ গেলেন। সেখান থেকেই সরাসরি ভিডিও কল করলেন। হ্যাঁ, এমনই আধুনিক ফিচার আসতে চলেছে। এর ফলে আলাদা করে কোনও অ্যাপে ঢুকে কল করার প্রয়োজন হবে না।

অ্যাপেলের আইফোনের এই ফিচার এবার পাবেন সস্তার অ্যান্ড্রয়েডেও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2024,
  • अपडेटेड 1:20 PM IST
  • অ্য়াপেলের ফোনে কিছু ইউনিক ফিচারও থাকে। এমনই একটি ফিচার শীঘ্রই আসতে পারে অ্যান্ড্রয়েডে।
  • ধরুন আপনি কাউকে ফোন করবেন। কনট্যাক্টস-এ গেলেন। সেখান থেকেই সরাসরি ভিডিও কল করলেন। হ্যাঁ, এমনই আধুনিক ফিচার আসতে চলেছে।
  • এবার গুগল মিট-কেই ওয়ান-টু-ওয়ান ভিডিও কলের অ্যাপ হিসাবে জনপ্রিয় করতে চাইছে অ্য়াপেল। আর তার জন্য নতুন একটি ফিচারও যোগ করেছে তারা।

স্মার্টফোন কিনতে গেলে এখন দুইটি অপশন। গুগল অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের IOS(iPhone)। এই অপারেটিং সিস্টেমই এখন বাজারে চলছে। সাধারণত, কম বাজেটের সব ফোনই অ্যান্ড্রয়েডে চলে। অন্যদিকে বেশি বাজেট থাকলে ক্রেতারা অ্যাপেলের আইফোন কেনেন। তাতে IOS অপারেটিং সিস্টেম চলে।

উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই অপারেটিং সিস্টেমই পরস্পরের দিকে নজর রাখে। কখনও গুগলের কোনও ফিচার অ্যাপেল তাদের ফোনে আনে। আবার উল্টোটাও হয়। 

তবে অ্যাপলের শখ থাকলেও সাধ্য হয় না সকলের। অ্য়াপেলের ফোনে কিছু ইউনিক ফিচারও থাকে। এমনই একটি ফিচার শীঘ্রই আসতে পারে অ্যান্ড্রয়েডে।

কী সেই ফিচার? 
ধরুন আপনি কাউকে ফোন করবেন। কনট্যাক্টস-এ গেলেন। সেখান থেকেই সরাসরি ভিডিও কল করলেন। হ্যাঁ, এমনই আধুনিক ফিচার আসতে চলেছে। এর ফলে আলাদা করে কোনও অ্যাপে ঢুকে কল করার প্রয়োজন হবে না।

Google-এর ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম Google Meet-এ কিছু বড়সড় আপডেট আসতে পারে। এতদিন লোকে অনলাইনে অফিসের মিটিং সারতেই গুগল মিট ব্যবহার করতেন। কিন্তু এবার গুগল মিট-কেই ওয়ান-টু-ওয়ান ভিডিও কলের অ্যাপ হিসাবে জনপ্রিয় করতে চাইছে অ্য়াপেল। আর তার জন্য নতুন একটি ফিচারও যোগ করেছে তারা।

ইতিমধ্যেই গুগল মিটের Beta ভার্সানে সেই আপডেট এসে গিয়েছে। এবার থেকে গুগল মিটে সাধারণ ফোন কলের পাশাপাশি ভিডিও কলও করা যাবে। এই ফিচার যদিও আগেই ছিল। তবে এবার এটাকেই মূল ইউএসপি করতে চাইছে গুগল।

অ্যাপলের আইফোনেও এমনই একটি ফিচার রয়েছে। সেটার নাম Facetime। সরাসরি ডায়ালার থেকেই ফেসটাইম দিয়ে কারও নম্বরে ভিডিও কল করা যায়। এবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেটাই হবে। প্রয়োজন শুধু ডেটা কানেকশনের।

কীভাবে কাজ করবে?
এই ফিচারে অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালারেই এই অপশন পাবেন। তাতে ট্যাপ করলেই Google Meet ভিডিও কল করা যাবে। তবে এর জন্য় যাঁকে ফোন করছেন, তাঁর কাছে গুগল মিট থাকতে হবে।

Advertisement

এই ফিচারের মাধ্যমে ফোন করলে, যাঁকে ফোন করছেন, তিনি Google Meet-এ ভিডিও চ্যাট করার নোটিফিকেশন পাবেন।ইতিমধ্যেই গুগলের Pixel সিরিজের ফোনে এই ফিচার এসে গিয়েছে। সাধারণ, সস্তার ফোনেও কবে এই ফিচার আসবে, তা জানা যায়নি। তবে খুব শীঘ্রই এটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোনেও এসে যাবে বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement