Advertisement

Apple Event 2025 Live: আজই iPhone 17 Series লঞ্চ করছে অ্যাপেল, দাম কত? অবাক হবেন

Apple Event 2025:অ্যাপলের অ্যানুয়াল ইভেন্ট মানেই নতুন আইফোন। আজ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা (ভারতীয় সময়) থেকে অ্যাপেলের 'Awe-dropping' ইভেন্ট শুরু। আর এদিনের ইভেন্টেই নতুন iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার কথা।

আজ কোন বড় চমক দিতে চলেছে অ্যাপেল?আজ কোন বড় চমক দিতে চলেছে অ্যাপেল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 11:48 AM IST
  • অ্যাপলের অ্যানুয়াল ইভেন্ট মানেই নতুন আইফোন।
  • আজ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা (ভারতীয় সময়) থেকে অ্যাপেলের 'Awe-dropping' ইভেন্ট শুরু।
  • এদিনের ইভেন্টেই নতুন iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার কথা।

Apple Event 2025:অ্যাপলের অ্যানুয়াল ইভেন্ট মানেই নতুন আইফোন। আজ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা (ভারতীয় সময়) থেকে অ্যাপেলের 'Awe-dropping' ইভেন্ট শুরু। আর এদিনের ইভেন্টেই নতুন iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার কথা। সংস্থার দাবি, বিগত কয়েক বছরে এটাই অ্যাপেলের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে। চারটি নতুন আইফোন মডেলের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস প্রো এবং আরও কিছু প্রোডাক্ট অ্যানাউন্স করতে পারে অ্যাপেল।

iPhone 17 সিরিজে নতুন কী?
এখন আর আইফোন 'বড়লোকদের ফোন' নেই। অনেকেই ভাল ক্যামেরা, সিকিউরিটি, প্রসেসর, ফিনিশের গুরুত্ব দিতে শুরু করেছেন। তাছাড়া অ্যাপেলের লোগোর একটা ব্যাজ ভ্যালুও আছে। ফলে এখন ভারতে দেদার আইফোন বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই iPhone 17 লঞ্চ নিয়ে যে সবার উৎসাহ থাকবে, তা বলাই বাহুল্য।

এদিন নতুন iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max লঞ্চ হতে পারে। গত বছরের iPhone 16, 16e এবং 16 Plus এর আপগ্রেডেড ভার্সান। সূত্রের খবর, আইফোন ১৭ এ নতুন A19 চিপসেট, আরও ভাল ক্যামেরা সিস্টেম এবং নন প্রো মডেলেও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকতে পারে।

আরও পড়ুন

iPhone 17 মডেলে ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। iPhone 16 এর তুলনায় বড়। ডিজাইন আরও পাতলা ও হালকা। ৩,৬০০ mAh ব্যাটারি এবং ৩৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। দাম আনুমানিক ৭৯৯ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে। ভারতে আনুমানিক দাম ৮৯,৯০০ টাকা থেকে শুরু হতে পারে।

সেলফি লাভারদের জন্য বড় আপগ্রেড অ্যাড করেছে অ্য়াপেল। iPhone 17 এ থাকছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। বর্তমানে iPhone 16 এ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স আছে। তবে পিছনের ক্যামেরা সেটআপ আগের মতোই ৪৮ মেগাপিক্সেল ওয়াইড এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে বলে আন্দাজ করা হচ্ছে।

আর কী কী লঞ্চ হবে?
আজকের ইভেন্টেই Apple Watch Series 11, Watch Ultra 3 এবং Watch SE 3 লঞ্চ হতে পারে। নতুন চিপ এবং হেলথ ট্র্যাকিং ফিচার অ্যাড হতে পারে। এ ছাড়াও AirPods Pro এর থার্ড জেনারেশন লঞ্চ হতে পারে। সেকেন্ড জেন Apple Vision Pro ও লঞ্চ করতে পারে অ্যাপল।

Advertisement

Live দেখবেন? 
আজ রাত সাড়ে ১০টা থেকে অ্যাপলের অনুষ্ঠান লাইভ দেখা যাবে। YouTube, সোশ্যাল মিডিয়া এবং Apple TV অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।

নতুন iPhone 17 সিরিজ নিয়ে সমস্ত আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in এ।

Read more!
Advertisement
Advertisement