Advertisement

'বড়লোকে'র আইফোন থেকে ম্যাকবুক এবার গরিবের হাতেও, বড় সিদ্ধান্ত Apple-এর

অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসতে চলেছে বেশ কয়েকটি এন্ট্রি-লেভেল পণ্য। টেক দুনিয়ায় জোর জল্পনা-আগামী কয়েক মাসের মধ্যেই কোম্পানি সস্তা ম্যাকবুক থেকে শুরু করে নতুন বাজেট আইফোন ও আইপ্যাড উন্মোচন করতে পারে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 4:16 PM IST
  • অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসতে চলেছে বেশ কয়েকটি এন্ট্রি-লেভেল পণ্য।
  • টেক দুনিয়ায় জোর জল্পনা-আগামী কয়েক মাসের মধ্যেই কোম্পানি সস্তা ম্যাকবুক থেকে শুরু করে নতুন বাজেট আইফোন ও আইপ্যাড উন্মোচন করতে পারে।

অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসতে চলেছে বেশ কয়েকটি এন্ট্রি-লেভেল পণ্য। টেক দুনিয়ায় জোর জল্পনা-আগামী কয়েক মাসের মধ্যেই কোম্পানি সস্তা ম্যাকবুক থেকে শুরু করে নতুন বাজেট আইফোন ও আইপ্যাড উন্মোচন করতে পারে। এসব ডিভাইস বিশেষ করে সেই সব ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি হচ্ছে, যারা অ্যাপল ইকোসিস্টেমে ঢুকতে চান, কিন্তু দামি পণ্য কেনার সামর্থ্য নেই।

MacRumors-এর তথ্য অনুযায়ী, অ্যাপল আগামী বছর একটি নতুন বাজেট-বান্ধব ম্যাকবুক লঞ্চ করবে, যাতে থাকবে কোম্পানির A18 Pro চিপ। এ চিপ ইতিমধ্যেই iPhone 16 Pro সিরিজে ব্যবহৃত হয়েছে।
রিপোর্ট বলছে, নতুন ম্যাকবুকটিতে থাকবে ১৩ ইঞ্চি ডিসপ্লে এবং এটি নীল, গোলাপী, রূপালী ও হলুদ রঙে বাজারে আসতে পারে।

সম্ভাব্য দাম ৬৯৯ ডলার (প্রায় ৬২,০০০) থেকে ৮৯৯ ডলার (প্রায় ৮০,০০০) পর্যন্ত। অ্যাপল এই ল্যাপটপে পুরনো ডিজাইন এবং কিছু আগের প্রজন্মের ডিসপ্লে উপাদান ব্যবহার করতে পারে। এতে থাকবে 8GB RAM এবং একটি মাত্র USB Type-C পোর্ট।

বর্তমানে কোম্পানির সবচেয়ে সস্তা ফোন iPhone 16e। তারই উত্তরসূরী iPhone 17e লঞ্চ হবে ২০২৬ সালের বসন্তে।
ফোনটিতে থাকতে পারে A19 চিপ। ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নতুন Apple C1 মডেম। ডিজাইনে বড় কোনও বদল আনা হবে না বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল দ্বাদশ প্রজন্মের আইপ্যাডেও বড় আপডেট আনছে। এতে থাকতে পারে A18 প্রসেসর এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট। এই তিনটি পণ্য ২০২৬ সালের শুরুর দিকেই লঞ্চ হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement