Advertisement

ফোল্ড করা যাবে ফোনের ডিসপ্লে, কবে আসছে Apple iPhone Fold?

Apple-এর ফোল্ড ফোন নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফোন লঞ্চের। আর বর্তমানে এই ফোনের বিষয়ে একাধিক খবর সামনে এসেছে।

অ্যাপেল আইফোন ফোল্ডঅ্যাপেল আইফোন ফোল্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 1:45 PM IST
  • Apple-এর ফোল্ড ফোন নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে
  • অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফোন লঞ্চের
  • বর্তমানে এই ফোনের বিষয়ে একাধিক খবর সামনে এসেছে

Apple-এর ফোল্ড ফোন নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফোন লঞ্চের। আর বর্তমানে এই ফোনের বিষয়ে একাধিক খবর সামনে এসেছে।

অ্যাপেলের প্রথম ফোল্ড ফোন CoE বা কালার ফিল্টার অন এনক্যাপসুলেশন OLED প্যানেল ব্যবহার হয়েছে। এই নতুন প্রযুক্তি কোরিয়ান কোম্পানি স্যামসাং তৈরি করছে বলে জানা গিয়েছে। আর The Elec এই তথ্য ফাঁস করেছে।

এই সংস্থা জানিয়েছে যে CoE বেসড OLED প্যানেল ব্যবহার হতে চলেছে। এর ফলে ফোনে ব্রাইটনেস থাকবে বেশি। আর এটা পুরনো OLED প্যানেলের থেকে অনেক উন্নত।

CoE প্যানেলের অনেক লাভ

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অ্যাপেল নতুন ফোনে ব্যবহার করছে সিওই বেসড ওএলইডি প্যানেল। আর এই প্যানেল প্রথম ব্যবহার হচ্ছে ফোল্ড হ্যান্ডসেটের জন্য। ২০২৬ সালের শেষে এটা সামনে আসবে। যদিও সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানান হয়নি। তবে জল্পনা শুরু হয়ে গিয়েছে। লিক হয়েছে বেশ কিছু তথ্য।

অ্যাপেল এয়ার ২-তে নতুন টেকনোলজি

রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যাপেল এয়ার ২-তেও থাকবে ওএলইডি প্যানেল বেসড সিওই টেকনোলজি। যদিও সংস্থার তরফ থেকে এই বিষয়ে কিছুই নিশ্চিত করে জানান হয়নি।

তবে যতদূর খবর অ্যাপেল এয়ার হল সংস্থার সবথেকে স্লিম ফোন। এটি মাত্র ৫.৬ মিমি চওড়া হবে। বর্তমানে এই ফোনের ভার্সানে সিঙ্গল রেয়ার ক্যামেরা রয়েছে।

স্যামসাং, ভিভো ও শাওমি

স্যামসাং এবং ভিভো বিশ্ব বাজারে ইতিমধ্যেই ফোল্ড হ্যান্ডসেট বের করেছে। এছাড়া শাওমিও চিনে ইতিমধ্যেই রিলিজ করেছে ফোল্ড ফোন।

যদিও এই যুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে স্যামসাং। তাদের পক্ষ থেকে ফোল্ড ফোনের নানা ভার্সন ইতিমধ্যেই সামনে আনা হয়েছে।

তবে অ্যাপেলের এখনও ফোল্ড ফোন বের করেনি। তাই সকলেই তাকিয়ে রয়েছে এই ব্র্যান্ডের দিকে। আশা করা হচ্ছে চলতি বছরের শেষেই আসবে এই ফোন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement