iPhone উৎসাহীদের জন্য খারাপ খবর। হয়তো নিয়ম মেনে আর লঞ্চ হবে না iPhone 19। তার বদলে সংস্থা নতুন চমক দিতে পারে বলে মনে করছেন ওমডিয়ারের সিনিয়র রিসার্চার হিও মো ইয়োল। তিনি মনে করেন, অ্যাপেলের পক্ষ থেকে বিরাট বড় বদল আনা হতে পারে। যার ফলে তারা অ্যাপেল আইফোন ১৯ লঞ্চ নাও করতে পারে।
আসলে ২০০৭ সালে যাত্রা শুরু করে অ্যাপেল আইফোন। তারপর বছরের পর বছর সেরা ফোন বাজারে এনে গ্রাহকদের মন জয় করে নেয় সংস্থা। তাই তো অ্যাপেল এখনও ফোন লঞ্চ করলে সেটা কেনার আগ্রহ থাকে তুঙ্গে। অ্যাপেল স্টোরের বাইরে পড়ে যায় লম্বা লাইন। আর সেই অ্যাপেলই নাকি নিজের iPhone 19 ফোনটি সামনে না আনতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন এই ফোন লঞ্চ হবে না?
এই বিশেষজ্ঞের মতে, ২০১৭ সালের পুনরাবৃত্তি করতে পারে অ্যাপেল। এক্ষেত্রে ২০২৭ সালে অ্যাপেল iPhone 19-এর বদলে iPhone 20 সামনে আনতে পারে। এটা তাদের ২০ বছর পূর্তির একটা চমক হিসেবে সামনে আসতে পারে বলে মনে করছেন তিনি।
আসলে ২০১৭ সালেও এমনই একটা ঘটনা ঘটেছিল। ওই বছর অ্যাপেল iPhone 9 বেরনোর কথা ছিল। তবে সংস্থা সেটি বের করেনি। তার বদলে iPhone X বের করে দেয়। আর সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১০ পূর্তি উপলক্ষে। আর এ বারও সেই ঘটনাই ঘটতে পারে বলে আশা করছেন হিও মো ইয়োল।
আরও চমক থাকতে পারে
বিশেষজ্ঞের আশা, iPhone 20 সংস্থার সেরা একটি চমক হতে পারে। এতে থাকতে পারে বেজেল লেস ডিসপ্লে। শুধু তাই নয়, এই ফোনটি সিঙ্গল পিস গ্লাসের মাধ্যমে তৈরি হতে পারে।
আর সেই কারণে সংস্থা ২০২৬ অ্যাপেল আইফোন ১৮-ও না বের করতে পারে। তার বদলে একবারে লঞ্চ করতে পারে আইফোন ২০।
এখনও তেমন তথ্য নেই
তবে এই নিয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। যেটুকু তথ্য রয়েছে, সেগুলি সবই বিশেষজ্ঞদের মতামত। তাই এখনই নিশ্চত করে কিছুই বলা যাচ্ছে না।
যদিও আশা করা হচ্ছ, একটা বড় চমক আসতে চলেছে। এখন দেখার সেই চমকের খবর সত্যি হয় কি না। ততদিন আইফোন প্রেমীরা একটু অপেক্ষা করুন।