সম্ভবত আগামী সেপ্টেম্বরেই iPhone 16 সিরিজ লঞ্চ হবে। আগামী মাস থেকেই প্রোডাকশন শুরু করে দিতে পারে Apple। রস ইয়ং তাঁর এক্স (আগে টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছেন। আইফোন 16 সিরিজ আগামী জুন থেকে প্রোডাকশনে যাবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের দাবি, আইফোন 16-এর রেগুলার মডেলগুলি এবারে বেশি বেশি করে তৈরি করা হবে। বাকি তথ্য অজানা। তবে জুনে প্রোডাকশন শুরু করা যথেষ্ট জলদি-ই বলা যেতে পারে।কারণ আইফোন 15 সিরিজের প্রোডাকশন গত বছরের আগস্টে শুরু হয়েছিল। সাধারণত প্রতি বছর জুলাই মাসে নতুন মডেলের মাস প্রোডাকশন শুরু করে অ্যাপেল।
এখনও পর্যন্ত, ভারতে নতুন আইফোন তৈরি হবে কিনা তা জানায়নি অ্য়াপেল। যদিও আগের ডিভাইস যেমন iPhone 12, iPhone 13, iPhone 14 এবং iPhone 15 ভারতে তৈরি হচ্ছে। প্রথমে ভারতে আইফোন তৈরির খবরে সবাই ভেবেছিল দাম কমবে। যদিও বাস্তবে খুব একটা দাম কমেনি। তবে কিছুটা কম দামের মডেল ও প্রো ভার্সন- দুই ধরণের অপশন ও সঠিক মার্কেটিংয়ের জেরে অ্যাপেলের বিক্রি তুঙ্গে।
সাধারণত নতুন মডেলের আইফোন এলেই পুরনোগুলোর দাম কমে যায়। এখন বাজারে যে ৩টি জেনারেশনের আইফোন বিক্রি হচ্ছে, সেগুলির কী দাম কমবে? নাকি নতুন মডেলের দাম বাড়িয়ে বাজারে ছাড়া হবে? সেই দিকেই এখন তাকিয়ে সকলে।
গত বছর, iPhone 15 Pro-এর দাম প্রায় 5,000 টাকা বেড়েছে এবং Pro Max-এর দাম 20,000 টাকা বেড়েছে। iPhone 15 Pro মডেলের দাম 1,34,900 টাকা থেকে শুরু হয় এবং Pro Max-এর দাম 1,59,900 টাকা। 128GB স্টোরেজ মডেলের জন্য ভারতে iPhone 15-এর দাম 79,900 টাকা এবং প্লাস মডেলটি 89,900 টাকায় বিক্রি হয়েছে।
তুলনামূলকভাবে, iPhone 14 Pro 2022 সালে 1,29,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। iPhone 14 Pro Max 1,39,900 টাকায়। iPhone 14 Plus এবং স্ট্যান্ডার্ড মডেলগুলির দাম iPhone 15 ভেরিয়েন্টের মতোই। এই বছর, Apple iPhone 16 Pro মডেলগুলির দাম খুব বড় ব্যবধানে বাড়াবে না বলেই আশা করা হচ্ছে। কারণ 2023-এরই প্রো ভেরিয়েন্টগুলি অত্যধিক দামে বিক্রি করছে অ্যাপেল।
তবে বিশ্লেষকদের একাংশের দাবি, iPhone 16 সিরিজটি তার আগের মডেলগুলির তুলনায় আরও দামি হতে পারে। কারণ Nikkei Asia-র এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, iPhone 15 Pro Max-এর উৎপাদন করতে অ্যাপলের খরচ $558 (উচ্চ উপাদান খরচের কারণে)। আগের তুলনায় যা 12 শতাংশ বেশি। আগের মডেলের তুলনায় আরও ভাল ক্যামেরা কম্পোনেন্ট যোগ করার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সেটা করতে গিয়েও খরচ বাড়ে। ফলে দাম বেড়ে যায়।
সব মিলিয়ে, প্রাথমিকভাবে iPhone 16-এর দাম $799 (প্রায় 66,560 টাকা) থেকে শুরু হতে পারে, iPhone 16 Pro Max সম্ভাব্য $1,199 (প্রায় 99,890 টাকা) থেকে শুরু হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। কিন্তু, মনে রাখবেন, ভারতীয় বাজারে আইফোনের দাম মার্কিন বাজারের তুলনায় অনেক বেশি। লঞ্চের আগে তাই আসলে দাম কত হবে, তা বলা মুশকিল!