Advertisement

লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করছেন দেশি মেসেজিং অ্যাপ Arattai, রয়েছে কী কী ফিচার?

Zoho-এর মেসেজিং অ্যাপ Arattai নিয়ে তুঙ্গে রয়েছে উন্মাদনা। আর তা স্পষ্ট হচ্ছে পরিসংখ্যানে। সাম্প্রতিক তথ্য বলছে, গত ৩ দিনে ১০০ গুণ বেড়েছে সাইন-আপ। শুধু তাই নয়, প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষের বেশি। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে WhatsApp-কে জোর টক্কর দিচ্ছে Arattai।

Arattai hits 1 Million Arattai hits 1 Million
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Sep 2025,
  • अपडेटेड 10:36 AM IST
  • Zoho-এর মেসেজিং অ্যাপ Arattai নিয়ে তুঙ্গে রয়েছে উন্মাদনা
  • গত ৩ দিনে ১০০ গুণ বেড়েছে সাইন-আপ
  • প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষের বেশি

Zoho-এর মেসেজিং অ্যাপ Arattai নিয়ে তুঙ্গে রয়েছে উন্মাদনা। আর তা স্পষ্ট হচ্ছে পরিসংখ্যানে। সাম্প্রতিক তথ্য বলছে, গত ৩ দিনে ১০০ গুণ বেড়েছে সাইন-আপ। শুধু তাই নয়, প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষের বেশি। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে WhatsApp-কে জোর টক্কর দিচ্ছে Arattai।

কেন হঠাৎ করে শুরু হল Arattai ঝড়? 
এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, কিছুদিন আগেই এই অ্যাপটিকে নিয়ে পোস্ট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এক্স-এ (সাবেক ট্যুইটারে) এই অ্যাপটি ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই অ্যাপ। হু হু করে বাড়তে থাকে ডাউনলোড। এমনকী সাইন আপ শুরু হয়ে যায়। 

আসলে আমেরিকা ভারতীয় পণ্যে ৫০ শুল্ক বসিয়েছে। তার পর দেশি জিনিস ব্যবহারের পক্ষে সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সূত্রেই Arattai-অ্যাপ নিয়ে এত হইচই। এই দেশি অ্যাপে দারুণ ফিচার রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কী কী ফিচার রয়েছে এই অ্যাপে? 

Zoho-এই অ্যাপটি ফিচারের দিক থেকে একবারে বিশ্বমানের। তাই ঝটপট সেগুলি সম্পর্কে জেনে নিন-

  • পার্সোনাল এবং গ্রুপ চ্যাট করা যায়
  • টেক্সট, মিডিয়া এবং ফাইল শেয়ারিং সাপোর্ট করে
  • অডিয়ো এবং ভিডিয়ো কলে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার
  • মাল্টি ডিভাইসে এই অ্যাপ চালানো যায়, একই সঙ্গে মোবাইল ও কম্পিউটারে করা যায় ব্যবহার
  • কনটেন্ট ক্রিয়েটারদের জন্য স্টোরিজ এবং চ্যানেলের সুবিধাও রয়েছে

সংস্থার কথায়, ব্যবহারকারীর প্রাইভেসি সুনিশ্চিত করতে কোনও রকম খামতি রাখা হয়নি। শুধু তাই নয়, কারও ব্যক্তিগত তথ্য ব্যবহারের মাধ্যমে কোনও রকম আর্থিক লাভের পথেও যাবে না সংস্থা। আর এটাই অ্যাপটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অ্যাপ স্টোরে ১ নম্বর
সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে নিজেদের সাফল্যের কথা জানিয়ে এক্স-এ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ইতিমধ্যেই অ্যাপ স্টোরে মেসেজিং সেকশনে অ্যাপটি ডাউনলোডের বিচারে এক নম্বরে উঠে এসেছে। 

সমস্যা হচ্ছে ওটিপি নিয়ে
মুশকিল হল, একসঙ্গে এত ব্যবহারকারী বেড়ে যাওয়ায় সামাল দিতে সমস্যা হচ্ছে। যার ফলে অনেক ব্যবহারকারীর মোবাইলেই আসছে না ওটিপি। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক দেরিতে ওটিপি আসছে। যদিও সংস্থা এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলবে বলে আশ্বাস দিয়েছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement