Advertisement

Atmanirbhar Apps: এখন একসঙ্গেই মিলবে সমস্ত ভারতীয় অ্যাপ!

আপাতত Android ভার্সানের জন্যই Atmanirbhar Apps তৈরি করা হয়েছে। ভবিষ্যতে iOS প্লাটফর্মের জন্যেও আনা হবে এই অ্যাপ। Google Play Store থেকে অনায়াসে ডাউনলোড করে নেওয়া যাবে মাত্র ১২ এমবির এই অ্যাপটি।

আত্মনির্ভর অ্যাপ।আত্মনির্ভর অ্যাপ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2020,
  • अपडेटेड 9:00 PM IST
  • Atmanirbhar Apps নামে একটি অ্যাপ এনেছে Mitron।
  • Atmanirbhar Apps-এ একই ছাতার তলায় মিলবে সমস্ত ভারতীয় বা ভারতে তৈরি অ্যাপ।
  • Play Store থেকে অনায়াসে ডাউনলোড করে নেওয়া যাবে মাত্র ১২ এমবির এই অ্যাপটি।

চিনের সঙ্গে সীমান্ত সঙ্ঘাতের আবহে একের পর এক শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে। সে সময় আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগলো দেশ।

Atmanirbhar Apps নামে একটি অ্যাপ এনেছে Mitron। প্রধানমন্ত্রী মোদীর ‘‌ভোকাল ফর লোকাল’‌-এর লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই Atmanirbhar Apps-এ একই ছাতার তলায় মিলবে সমস্ত ভারতীয় বা ভারতে তৈরি অ্যাপ।

আপাতত Android ভার্সানের জন্যই Atmanirbhar Apps তৈরি করা হয়েছে। ভবিষ্যতে iOS‌ প্লাটফর্মের জন্যেও আনা হবে এই অ্যাপ। শনিবার, ৩১ অক্টোবর এই অ্যাপটি লঞ্চ করেছে Mitron। Google Play Store থেকে অনায়াসে ডাউনলোড করে নেওয়া যাবে মাত্র ১২ এমবির এই অ্যাপটি। Atmanirbhar Apps-এ ‌Aarogya Setu, MyGov, ‌BHIM UPI, UMANG, ‌mPassport Seva-র মতো একাধিক ভারতে তৈরি অ্যাপ এখন মিলবে এক ছাতার তলায়। ফলে জায়গাও বাঁচবে স্মার্টফোনের।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement