চিনের সঙ্গে সীমান্ত সঙ্ঘাতের আবহে একের পর এক শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে। সে সময় আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগলো দেশ।
Atmanirbhar Apps নামে একটি অ্যাপ এনেছে Mitron। প্রধানমন্ত্রী মোদীর ‘ভোকাল ফর লোকাল’-এর লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই Atmanirbhar Apps-এ একই ছাতার তলায় মিলবে সমস্ত ভারতীয় বা ভারতে তৈরি অ্যাপ।