ভারতে ক্রমেই বেড়ে চলেছে বৈদ্যুতিক গাড়ির (EV) চাহিদা। তা সে ইলেকট্রিক গাড়ি হোক বা স্কুটার। গত কয়েক বছরে বেশ কয়েকটি সংস্থা ইলেকট্রিক টু-হুইলার বাজারে এনেছে। রমরমিয়ে চলছে ওলা ও বজাজের স্কুটার। তাদের সঙ্গে টক্কর দিতে বাজারে আসল বাজ। এই ই-স্কুটার শুধু ফিচারেই নয় দামেও মাত দিচ্ছে প্রতিদ্বন্দ্বীদের। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ই-স্কুটারে দাম পড়বে মাত্র ৩৫ হাজার টাকা।
বাজের উৎপাদনকারী ইলেকট্রিক মোবিলিটি স্টার্টআপ সংস্থা আইআইটি দিল্লির এক প্রাক্তনীর। সদ্য ইভি বাজারে প্রবেশ করেছে সংস্থাটি। তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার 'Baaz'। এই ই-স্কুটারে ব্যাটারি বদলের সুবিধা দেওয়া হয়েছে। এর সোয়াপিং প্ল্যাটফর্মে ৯টি ব্যাটারি রাখা যেতে পারে। সংস্থার দাবি,মাত্র ৯০ সেকেন্ডে ব্যাটারি পরিবর্তন করা যাবে।
সংস্থা জানিয়েছে, ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে ব্যাটারি বদলে বিরতিহীন স্কুটার-সফর উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই সোয়াপিং স্টেশনটি ঋতুপরিবর্তনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। বৃষ্টি এবং ধুলো লাগে না। অল-ওয়েদার IP65 রেটিং দেওয়া হয়েছে। সংস্থা এখনও স্কুটারের রেঞ্জ প্রকাশ করেনি।
Baz ই-স্কুটারের লম্বায় ১৬২৪ মিমি। চওড়ায় ৬৮০ মিমি এবং উচ্চতা ১০৫২মিমি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার। অ্যালুমিনিয়ামে মোড়া ব্যাটারি। এর এনার্জি ডেন্সিটি ১০২৮Wh আর ওয়াটারপ্রুফ। বাজ বাইক কী-লেস অর্থাৎ চাবি লাগে না। চালাতে প্রয়োজন হয় না লাইসেন্স।
বাজ ই-স্কুটারের সুরক্ষা ফিচার যা দেওয়া হয়েছে- আগুন লাগলে, অতিরিক্ত জল বা আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীকে অ্যালার্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফাইন্ড মাই স্কুটার বিকল্পও। ইভিল ফর্ক হাইড্রোলিক সাসপেনশন সেটআপ এবং পিছনে ফুয়েল শক অ্যাবজর্বার না থাকায় ই-বাইকটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়।
আরও পড়ুন- SBI-সহ ১৮ ব্যাঙ্কের গ্রাহকরা বিপদে, ভয়ঙ্কর Drinik ভাইরাসের হামলা