Advertisement

5G BSNL In India: 5G পরিষেবা দেবে BSNL, কবে থেকে চালু হবে?

শনিবার ভারতে চালু হয়েছে 5G পরিষেবা (5G Service Launched)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ফাইভ জি পরিষেবার সূচনা করেন। দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম অপারেটর- Jio, Airtel এবং Vodafone Idea ভারতে 5G পরিষেবা দেবে।

BSNL 5G পরিষেবাBSNL 5G পরিষেবা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 02 Oct 2022,
  • अपडेटेड 1:44 PM IST
  • সরকারি সংস্থা বিএসএনএল ফাইভ জি পরিষেবা
  • আগামী বছর ১৫ অগাস্ট পরিষেবা চালু করবে

শনিবার ভারতে চালু হয়েছে 5G পরিষেবা (5G Service Launched)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ফাইভ জি পরিষেবার সূচনা করেন। দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম অপারেটর- Jio, Airtel এবং Vodafone Idea ভারতে 5G পরিষেবা দিচ্ছে। ধাপে ধাপে এই টেলিকম অপারেটরগুলি (Telecom Operators) এই পরিষেবা আরও বাড়াতে শুরু করবে। আপাতত দেশের কয়েকটি নির্বাচিত এলাকায় চালু করা হয়েছে ফাইভ জি। আগামী ২ বছরের মধ্যে সারা দেশে ফাইভ জি চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। বেসরকারি অপারেটরগুলি ছাড়াও সরকারি সংস্থা বিএসএনএলও (BSNL) ফাইভ জি পরিষেবা দেবে।

BSNL গ্রাহকদের ফাইভ জি পরিষেবা পাওয়ার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। জানা যাচ্ছে, আগামী বছরের ১৫ অগাস্ট বিএসএনএল এই পরিষেবা চালু করবে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে একথা জানিয়েছেন দেশের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Telecom Minister Ashwini Vaishnav)। একটি বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডোমেস্টিক টেকনোলজি অনুযায়ী বিএসএনএল-র ফাইভ জি  (BSNL 5G) পরিষেবা পাওয়া যাবে। এই সংস্থা জিও ও এয়ারটেলের সঙ্গে টক্কর দেবে। জিও আগামী মাসেই ফাইভ জি পরিষেবা চালু করতে পারে। কয়েকটি নির্বাচিত শহরে পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের ২০০টি শহরে ফাইভ জি পরিষেবা চালু হবে। আগামী ২ বছরের মধ্যে দেশের ৮০-৯০ শতাংশ এলাকায় তা চালু করা হবে। ফাইভ জি পরিষেবা কম দামেই মিলবে বলেও জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ ফাইভ জি-র জন্য ব্যবহারকারীদের বেশি অর্থ দিতে হবে না।

ইতিমধ্যেই এয়ারটেল এবং জিও জানিয়ে দিয়েছে যে ফাইভ জি ব্যবহার করতে ফোর জি-র (4G) মতোই খরচ করতে হবে ব্যবহারকারীদের। তবে, কোনও টেলিকম অপারেটর এখনও পর্যন্ত তাদের প্ল্যান ঘোষণা করেনি। জিও জানিয়েছে, সারা বিশ্বের মধ্যে ভারতেই ফাইভ জি পরিষেবা সস্তায় মিলবে। তবে, ইন্টারনেটের গতি মিলবে ফোর জি-র চারগুন। এয়ারটেলের ফাইভ জি-র গতি হতে পারে ৩০০ এমবিপিএস।

Advertisement

আরও পড়ুন

প্রাথমিক ভাবে দেশের মেট্রো শহরগুলিতে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে। এরপর অন্য শহরেও তা চালু হবে। রিলায়েন্স জিও (Reliance Jio) জানিয়েছে যে তারা ধাপে ধাপে গোটা ভারতে পরিষেবা দেবে। কালীপুজোর (Diwali 2022) সময় দেশের চারটি বড় শহর-কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে। এখন প্রশ্ন, অন্য শহরে কবে থেকে পরিষেবা পাওয়া যাবে? জিও জানিয়েছে যে ২০২৩ সালের শেষে সারা ভারতের তারা পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। তাই আপনি যদি দেশের চার মেট্রো শহরের বাসিন্দা না হন, তবে ফাইভ জি পরিষেবা পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে। এমনকী, এই চারটি বড় শহরের সব অংশেও উন্নত টেলিকম পরিষেবা পাওয়া যাবে না।

এয়ারটেলও (Airtel) ফোর জি পরিষেবার পরিকাঠামো থাকা এলাকাতেই ফাইভ জি পরিষেবা দেবে। আপাতত দিল্লি, বারাণসী-সহ দেশের আট শহরে পাওয়া যাচ্ছে এয়ারটেলের ফাইভ জি পরিষেবা। তবে, ২০২৪ সালের মার্চে সারা ভারতে পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এই বিষয়ে এখনও তাদের পরিকল্পনার কথা জানায়নি। জানা গিয়েছে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তারা পরিষেবা দিতে শুরু করবে। যদিও টেলিকম পরিষেবা দেওয়ার লড়াইয়ে ভিআই-কে থাকতে হয়, তবে তাদেরও অন্যদের মতো পরিষেবা দিতে হবে।

Read more!
Advertisement
Advertisement