
দিন দিন বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ফ্রি ডেটা এবং কলিং। তবে এই সমস্যার একটা সহজ সমাধান করছে BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। তাদের পক্ষ থেকে সস্তার একটা প্রিপেড প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যানটি ৩৬৫ দিনের। এতে মিলবে আনলিমিটেড কলিং। পাশাপাশি SMS বেনিফিটও পাবেন। তাই এই প্ল্যানের দিকে একটু নজর রাখতেই পারেন।
কাদের টার্গেট করছে BSNL?
ভারতের একটা বড় অংশের মানুষের ৩ মাসে হাজার টাকা দিয়ে রিচার্জ করার ক্ষমতা নেই। আর এই সব মানুষের জন্য সেরা অপশন হতে পারে BSNL। কম টাকায় তারা সেরা প্ল্যান এনেছে। আর এই প্ল্যানটা ৩ মাসের নয়, বরং ৩৬৫ দিনের। এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কলিং, এসএমএস থেকে শুরু করে ডেটা।
এই প্ল্যান সম্পর্কে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেছে BSNL। তাদের পক্ষ থেকে জানান হয়েছে। এই রিচার্জে মিলবে ডেটা থেকে শুরু করে কলিং এবং SMS-এর সুবিধা। তাই এই প্ল্যান অনেকের জন্যই সেরা অপশন হয়ে উঠতে পারে।
কত টাকার প্ল্যান?
জিও এবং এয়ারটেলের ৩৬৫ দিনের রিচার্জ রয়েছে। তবে তার দাম অনেকটাই বেশি। সেই তুলনায় বেশ কম দামে এই রিচার্জ অনেছে BSNL। তাদের প্যাকেজের দাম ২৬২৬ টাকা। এটিতে আপনি পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি। এটাই হল এই রিচার্জের সেরা দিক।
আর কী কী লাভ মিলবে?
এই রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। পাশাপাশি ২.৫ জিবি ডেইলি ডেটাও মিলবে। সেই সঙ্গে ১০০টি SMS পাবেন রোজ। এছাড়া ১০০ SMS রোজ মিলবে।
কত দিন পাবেন এই রিচার্জ?
এই রিচার্জ ২৪ জানুয়ারি লঞ্চ করা হয়েছে। এর সুবিধা মিলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই রিচার্জ করতে পারবেন BSNL রিচার্জ এক্সপ্রেস BRex-এ।
সস্তা হয়েছে ব্র্রডব্যান্ড প্ল্যানও
শুধু মোবাইল প্ল্যান নয়, পাশাপাশি ব্রডব্যান্ড প্রিমিয়ামও কমেছে। এখন ৭৯৯ টাকায় পাবেন এই প্ল্যান। এর দাম ছিল আগে ৯৯৯ টাকা।
এই প্ল্যানে ২০০mbps স্পিড পাবেন। এতে মাসে ৫০০০ জিবি ডেটা মিলবে। ১২ মাসের রিচার্জ একসঙ্গে করলে ২০ শতাংশ ডিসকাউন্টও মিলবে। এই অফার ৩১ মার্চ পর্যন্ত পাবেন। তাই যদি পকেটে টান থাকে, এই প্ল্যানের দিকে তাকাতেই পারেন। তাতে ভাল লাভই মিলবে।