
BSNL ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। নতুন বছরের শুরুতেই গ্রাহকদের সুসংবাদ শোনাল বিএসএনএল। আনুষ্ঠানিকভাবে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা চালু করল এই রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম কোম্পানি। নতুন পরিষেবায় ব্যবহারকারীদের উন্নত কানেকশনের সুবিধা দেওয়া হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পরিষেবা এখন সমস্ত সার্কেলের গ্রাহকদের জন্য অ্যাক্টিভ করা হয়েছে।
BSNL VoWiFi সার্ভিস
ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) আসলে ওয়াই-ফাই কলিং। যেখানে সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে বিএসএনএল ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফোন করতে পারবেন। মূলত যেসব এলাকায় সেলুলার নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, সেই এলাকায় Wifi কলিং পরিষেবা গ্রাহকদের বিরাট স্বস্তি দিতে চলেছে।
BSNL-এর তরফে জানানো হয়েছে, এই পরিষেবাটি একটি IMS-ভিত্তিক প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে। কোনও গ্রাহক মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। সহজ কথায়, মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মধ্যে স্যুইচিং করা সহজ রয়েছে।
কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ফিচারটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না। তবে এই ফিচার অ্যাক্টিভ করতে ফোনের সেটিংসে কিছু পরিবর্তন করা জরুরি।
কী ভাবে এই পরিষেবা অ্যাক্টিভ করবেন?
এরজন্য প্রথমেই নিজের ফোনের সেটিংসে ঢুকতে হবে। এখানে 'নেটওয়ার্ক' বা 'কানেকটিভিটি' অপশনে ক্লিক করুন। এরমধ্যে ওয়াই-ফাই কলিং ফিচারটি অ্যাক্টিভ করা যাবে। মনে রাখতে হবে, এই ফোন করতে হলে ফোন অবশ্যই WiFi এর সঙ্গে কানেক্ট থাকতে হবে।