Advertisement

Secretly Call Recording: কেউ লুকিয়ে আপনার কল রেকর্ড করছে না তো? এভাবেই বুঝে যাবেন

Secretly Call Recording: আপনার কল কেউ রেকর্ড করছে কি না বোঝ যায় যদি কায়দা আপনার জানা থাকে। চলুন দেখে নিই কীভাবে কেউ কল রেকর্ড করতে পারে।

কেউ লুকিয়ে আপনার কল রেকর্ড করছে না তো? এভাবেই বুঝে যাবেনকেউ লুকিয়ে আপনার কল রেকর্ড করছে না তো? এভাবেই বুঝে যাবেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 12:50 AM IST

Secretly Call Recording: গুগল ডায়ালার থেকে কল রেকর্ডিং ফিচার অপসারণের পর অনেক কোম্পানি তাদের প্ল্যাটফর্ম থেকে এই ফিচারটি সরিয়ে দিয়েছে। তবে এখনও অনেক উপায় আছে যার সাহায্যে লোকেরা কল রেকর্ডিং করতে পারে। আপনার কল কেউ রেকর্ড করছে কি না বোঝ যায় যদি কায়দা আপনার জানা থাকে। চলুন দেখে নিই কীভাবে কেউ কল রেকর্ড করতে পারে।

বিপ শব্দ হল সংকেত
আসলে অনেক দেশে গোপনে কারও কল রেকর্ড করা বেআইনি। এই কারণেই বেশিরভাগ মোবাইল ফোন নির্মাতারা হ্যান্ডসেটে বিপ সাউন্ড যুক্ত করে। এই কারণে যখন কেউ আপনার কল রেকর্ড করে, আপনি বিপ শব্দ শুনতে পান।

কল করার সময় যদি আপনার ফোনে এই ধরনের শব্দ শুনতে পান, তাহলে বুঝুন আপনার কল রেকর্ড করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটি সব ফোনে পাওয়া না। এই বৈশিষ্ট্যটি সব ফোনের মেলে না। তাই কেউ এর ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না।

সিঙ্গল বিপও সংকেত
অনেক সময় কল রেকর্ডিংয়ের সময় সিঙ্গল বিপের শব্দও আসে। এই ক্ষেত্রে আপনার কল সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে একটি দীর্ঘ বিপ শব্দ শোনা যায়। এই শব্দটি রেকর্ডিং অ্য়াক্টিভেট ছাড়া আর কিছুই নয়। ফিচার ফোনে এই সিগন্যাল পাওয়া যায়।

এ ছাড়া অনেক সময় কল রেকর্ডিং-এ মেসেজ পাওয়া যায়। সেই মেসেজে কল রেকর্ডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি অন্য একটি অডিও শুনতে পাবেন, যেটিতে আপনি কল রেকর্ডিং শুরু করার বার্তা পাবেন। এখন কল রেকর্ডিংয়ের ঘটনা অনেক কম হয়ে গেছে।

এর প্রধান কারণ হল গুগল সহ বেশিরভাগ কোম্পানির কল রেকর্ডিং সরিয়ে নেওয়া। গুগলের পর ট্রুকলারও তার প্ল্যাটফর্ম থেকে কল রেকর্ডিংয়ের ফিচারটি বন্ধ করে দিয়েছে। যেসব কোম্পানির ফোনে Google ডায়ালার ব্যবহার করা হয়, আপনি আর এই অপশনটি একইভাবে পাবেন না।

তবে ফিচার ফোনে এখনও কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এর সাহায্যে যে কেউ সহজেই আপনার কল রেকর্ড করতে পারে। এমন পরিস্থিতি এড়াতে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement