Advertisement

দেশে ২ ধরনের চার্জার-ই থাকবে, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এমন একটি পদক্ষেপ নিয়েছে। ইলেকট্রনিক গ্যাজেটের জন্য এখন শুধুমাত্র একটি চার্জিং পোর্ট পাওয়া যাবে। EU টাইপ-সি চার্জিং পোর্ট অনুমোদন করেছে। আগামী বছর থেকে এই নিয়ম মানতে হবে। ভারতেও তেমন কিছু ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Aug 2022,
  • अपडेटेड 5:20 PM IST
  • বিভিন্ন ফোনে ব্যবহার হয় বিবিধ চার্জার
  • অন্যান্য গ্যাজেটের জন্য থাকে বিভিন্ন চার্জার
  • তবে এবার দেশে আসতে পারে নয়া নিয়ম

স্মার্টফোন, ফিচার ফোন, ল্যাপটপ বা অন্য কোনও ইলেকট্রনিক যন্ত্রপাতিকে চার্জ করার জন্য ব্যবহরকারীদের বিভিন্ন চার্জার ব্যবহার করতে হয়। তবে শীঘ্রই ইউজাররা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সরকার মাত্র দুই ধরনের চার্জ আনার কথা ভাবছে। অর্থাৎ ভারতে আপনি মাত্র দুই ধরনের চার্জিং পোর্ট দেখতে পাবেন। ফলে প্রতিবার নতুন চার্জার কেনার সমস্যা মিটে যেতে পারে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এমন একটি পদক্ষেপ নিয়েছে। ইলেকট্রনিক গ্যাজেটের জন্য এখন শুধুমাত্র একটি চার্জিং পোর্ট পাওয়া যাবে। EU টাইপ-সি চার্জিং পোর্ট অনুমোদন করেছে। আগামী বছর থেকে এই নিয়ম মানতে হবে। ভারতেও তেমন কিছু ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

শীঘ্রই হতে পারে বৈঠক
এই বিষয়ে আগামী ১৭ অগাস্ট একটি বৈঠক ডাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং গত সপ্তাহে শিল্প কর্তাদের এই বিষয়ে একটি চিঠি লেখেন। চিঠিতে রোহিত লেখেন, যেহেতু ভারতের বেশিরভাগ গ্রাহক ছোট এবং মাঝারি আকারের পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। আর তাতে একটি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে। বিপুল সংখ্যক ব্যবহারকারী ফিচার ফোনও ব্যবহার করেন, যেগুলোতে আলাদা চার্জিং পোর্ট রয়েছে।

শুধুমাত্র দুই ধরনের চার্জিং পোর্ট থাকবে
তিনি বলেন, 'মাত্র দুই ধরনের চার্জিং পয়েন্ট'-এর কাঠামো নিয়ে কাজ শুরু করার সময় এসেছে। অর্থাৎ স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ইয়ারবাড, স্পীকারের মতো ছোট ও মাঝারি আকারের ডিভাইসের জন্য একই চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে। অন্যদিকে দ্বিতীয়টি ফিচার ফোনগুলিতে ব্যবহার করা হবে।

অ্যাপল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
সরকার যদি এই নীতি বাস্তবায়ন করে, তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে অ্যাপলের ওপর। কারণ অ্যাপল তাদের স্মার্টফোনে লাইটনিং ক্যাবল ব্যবহার করে। শুধু তাই নয়, অ্যাপল আইফোনের সঙ্গে বক্সে চার্জারও দেয় না। এটি তাদের আয়ের একটি প্রধান উৎসও। এই পরিস্থিতিতে টাইপ-সি বা অন্য কোনও চার্জিং পোর্ট কমন হয়ে গেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement

আরও পড়ুনবিয়ের আসরে Amazon-এ গোরের মালা অর্ডার বরের, VIRAL

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement