
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। আর সেই খারাপ খবর দিচ্ছে ভারত সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি এজেন্সি। এই সংস্থার তরফ থেকে জানান হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমে কিছু সুরক্ষাজনিত সমস্যা রয়েছে। এই কারণে কোনও হ্যাকার চাইলে ফোন হ্যাক করে নিতে পারে। এমনকী ফোনে চালাতে পারে নিজের মতো কোড। তার জন্য বিরাট বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছে এই সংস্থা।
সিইআরটি জানাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৩, ১৪, ১৫ এবং ১৬-তে রয়েছে কিছু 'বাগ'। আর এই সব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভারত সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করেন। আর সেই সব মানুষের ফোনে হ্যাকাররা আক্রমণ চালাতে পারে।
তাই বিশেষজ্ঞরা এই সময় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক হতে বলছেন। বিশেষত, পিক্সেল, ভিভো, অপো, শাওমি, রিয়েলমি, মটোরোলা, ওয়ানপ্লাস এবং স্যামসংয়ের ফোন থাকলে হতে হবে সাবধান। কারণ, এই সব সংস্থার ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড। আর এই অপারেটিং সিস্টেম নিয়েই যত বিপদের আশঙ্কা।
সিইআরটি জানাচ্ছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভেন্ডরদের সমস্যা রয়েছে। এমনকী কোয়ালকোম, এনভিডিয়া, ব্রডকম এবং উনিসক-এর তৈরি বিভিন্ন জিনিসেও সমস্যার আশঙ্কা রয়েছে। আর এই সব জিনিসই ব্যবহার করা হয় স্মার্টফোনে।
ভারত সরকার অবশ্য নতুন এই নিরাপত্তাজনিত সমস্যাকে হাই রিস্ক বলে দাগিয়ে দিয়েছে। তাদের মতে, হ্যাকাররা অ্যান্ড্রয়েড ফোনের ফিনন্সিয়াল ডেটা চুরি করে নিতে পারে। যার ফলে ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যেতে পারে কষ্টের টাকা।
যদিও ভাল খবর হল, গুগুল এই সিকিউরিটির সমস্যার কথা জানে। তাই তারা নভেম্বর সিরিউরিটি প্যাচে এই সমস্যার একটা সমাধান আনছে। সেক্ষেত্রে আপনাকে নতুন এই আপডেট ইস্টল করতে হবে। তাহলেই বিপদ এড়াতে পারবেন।
কীভাবে সুরক্ষিত থাকবেন?
যদি কোনওভাবে বুঝতে পারেন ফোন হ্যাক হয়ে গিয়েছে বা টাকা উবে গিয়েছে, তখন দ্রুত পুলিশের কাছে যান। পাশাপাশি সাইবার ক্রাইমে রিপোর্ট লেখান। তাহলেই সমস্যার সমাধান হবে।