Advertisement

Chinese Mobile Ban: ভারতে ব্যান হচ্ছে ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন? ভাবনা কেন্দ্রের

গত কয়েক বছর ধরে ভারতে সাশ্রয়ী ফোনের বাজার দখল করে নিয়েছে চিনা সংস্থাগুলি। একটি রিপোর্টে বলা হয়েছে, ১২০০০ টাকার কম স্মার্টফোনের বিক্রি ভারতে মোট মোবাইল বিক্রির এক তৃতীয়াংশ। এটা ২০২২-২৩ সালের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল থেকে জুন) পরিসংখ্যান।

চিনা স্মার্টফোন নিয়ন্ত্রণের ভাবনা। চিনা স্মার্টফোন নিয়ন্ত্রণের ভাবনা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Aug 2022,
  • अपडेटेड 11:09 AM IST
  • সস্তার ফোনের বাজারে লাভা (LAVA), মাইক্রোম্যাক্স (Micromax) এবং অন্যান্য দেশীয় সংস্থাগুলিকে চাঙ্গা করতে চায় সরকার।
  • ১২ হাজার টাকার কম দামের ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

চিনকে 'ভাতে মারা'র কৌশল নিচ্ছে ভারত। শোনা যাচ্ছে, চিনা স্মার্টফোনের বিক্রি এ দেশে নিয়ন্ত্রণ করা হতে পারে। ১২ হাজার টাকার কম দামের ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য, দেশীয় সংস্থাগুলিকে ব্যবসা বৃদ্ধিতে উৎসাহ দেওয়া।        

জানা গিয়েছে, সস্তার ফোনের বাজারে লাভা (LAVA), মাইক্রোম্যাক্স (Micromax) এবং অন্যান্য দেশীয় সংস্থাগুলিকে চাঙ্গা করতে চায় সরকার। উল্লেখ্য, ১৫ হাজার টাকা ও তার আশেপাশের দামের স্মার্টফোন এখন সর্বাধিক বিক্রিত। আর সেই বাজারে মূলত আধিপত্য বিস্তার করেছে চিনা সংস্থাগুলিই। কিছুটা অংশ স্যামসাং এবং অন্যান্য কিছু অ-চিনা কোম্পানির অধীনে রয়েছে।  Bloomberg-র রিপোর্ট বলছে,ভারতীয় স্মার্টফোন সংস্থাগুলিকে ফোন বিক্রিতে উৎসাহ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমনটা হলে ধাক্কা খাবে Xiaomi, Poco, Realme-র মতো সংস্থাগুলির ব্যবসা।

গত কয়েক বছর ধরে ভারতে সাশ্রয়ী ফোনের বাজার দখল করে নিয়েছে চিনা সংস্থাগুলি। একটি রিপোর্টে বলা হয়েছে, ১২০০০ টাকার কম স্মার্টফোনের বিক্রি ভারতে মোট মোবাইল বিক্রির এক তৃতীয়াংশ। এটা ২০২২-২৩ সালের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল থেকে জুন) পরিসংখ্যান।

আরও পড়ুন

এটি রিপোর্টে বলা হয়েছে, এ দেশে ৮০ শতাংশের বেশি চিনা স্মার্টফোন আমদানি করা হয়। চিনা স্মার্টফোনগুলির ব্যবসা ইতিমধ্যেই ভারত সরকারের নজরে রয়েছে। গত মাসে কর ফাঁকির অভিযোগে Xiaomi, Vivo এবং Oppo-এর মতো সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে। সম্প্রতি অর্থ তছরুপের ঘটনায় ভিভোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। এ দেশে ব্যবসা চালানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ছাড় দেওয়ার আবেদন করে সংস্থা। চিনা বাজেট ফোন নিষিদ্ধ করা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে বহু চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement