Advertisement

কবে আসছে Apple iPhone Fold? লিক হল স্পেসিফিকেশন

যদিও আইফোন প্রেমীদের একাংশ অনেকদিন ধরেই অ্যাপেল ফোল্ডেবল ফোনের আশায় রয়েছেন। তাঁরা জানতে চাইছেন, ঠিক কবে স্যামসাং-এর মতো ফোল্ডেবল স্মার্টফোন বের করবে অ্যাপেল? আর সেই দলে যদি আপনি থাকেন, তাহলে এই নিবন্ধে রয়েছে আপনার জন্য সুখবর। আসলে অ্যাপেলের ফোল্ডেবল ফোন আগামী বছরই লঞ্চ হতে পারে। এমনটাই জানাচ্ছেন ব্লুমবার্গের মার্ক গুরমান।

অ্যাপেলের ফোল্ডেবল ফোনঅ্যাপেলের ফোল্ডেবল ফোন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2025,
  • अपडेटेड 5:37 PM IST
  • যদিও আইফোন প্রেমীদের একাংশ অনেকদিন ধরেই অ্যাপেল ফোল্ডেবল ফোনের আশায় রয়েছেন
  • ঠিক কবে স্যামসাং-এর মতো ফোল্ডেবল স্মার্টফোন বের করবে অ্যাপেল
  • স্যামসাং-এর গ্যালাক্সি জেড ফোল্ডের মতোই হতে চলেছে অ্যাপেলের ফোল্ডেবল ফোন

প্রতিবছর লঞ্চ হয় অ্যাপেল আইফোন। আর সেই ফোন ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। সকাল থেকে লাইন পড়ে যায় অ্যাপেল স্টোরের সামনে। লাইন দিয়ে ফোন কেনেন।

যদিও আইফোন প্রেমীদের একাংশ অনেকদিন ধরেই অ্যাপেল ফোল্ডেবল ফোনের আশায় রয়েছেন। তাঁরা জানতে চাইছেন, ঠিক কবে স্যামসাং-এর মতো ফোল্ডেবল স্মার্টফোন বের করবে অ্যাপেল? আর সেই দলে যদি আপনি থাকেন, তাহলে এই নিবন্ধে রয়েছে আপনার জন্য সুখবর। আসলে অ্যাপেলের ফোল্ডেবল ফোন আগামী বছরই লঞ্চ হতে পারে। এমনটাই জানাচ্ছেন ব্লুমবার্গের মার্ক গুরমান।

এই রিপোর্টে দাবি করা হয়েছে, স্যামসাং-এর গ্যালাক্সি জেড ফোল্ডের মতোই হতে চলেছে অ্যাপেলের ফোল্ডেবল ফোন। এর সহজ অর্থ হল অ্যাপেল নিজের ফোনে বুক স্টাইল ফোল্ডিং মেকানিজম ব্যবহার করতে চলেছে।

এই বিষয়ে ইন্ড্রাস্ট্রি অ্যানালিস্ট মিং চি কুও জানান, এই ফোনটা ৯ থেকে ৯.৫ মিমি মোটা হতে পারে। ফোল্ড করার পর এর আকার হতে পারে ৪.৫ থেকে ৪.৮ মিমি।

আসলে স্যামসাং-এর ফোল্ড ৭-কে এখনও ফোল্ডের দুনিয়ার সেরা ফোন হিসাবে ধরা হয়। এটি খুবই পাতলা একটি ফোন। শুধু তাই নয়, এই ফোনটি অত্যন্ত টেকসই বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

ডিসপ্লে কী হতে পারে?

যতদূর খবর, এই আইফোনের ফোল্ড করা অবস্থায় স্ক্রিনের সাইজ হতে পারে ৫.৫ ইঞ্চি। তবে ফোনটা আনফোল্ড করলে এটি ৭.৮ ইঞ্চি হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপেল অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে এই ফোনে। যার ফলে এটির ডিসপ্লেতে কোনও ভাজের দাগ দেখা যাবে না বলেই খবর।

তবে আরও একটা সূত্র থেকে জানা যাচ্ছে, স্যামসাং-এর থেকেই ফোল্ডেবল ডিসপ্লে-এর কিনতে পারে অ্যাপল। সেটাই ব্যবহার হতে পারে ফোনে।

কী দিয়ে তৈরি হবে?

এই ফোনটি টাইটেনিয়াম চ্যাসিস দিয়ে তৈরি হবে। শুধু তাই নয়, এতে ডুয়াল লেন্স রেয়ার ক্যামেরা থাকবে।

আরও যা খবর, এ বার থেকে ফোনে দেওয়া হতে পারে টাচ আইডি। ফোনের সাইডে থাকবে এটি। মাথায় রাখতে হবে, অ্যাপেল চাইছে না এই ফোনের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে থাকুক। তাই তারা ফোনের সাইডে টাচ আইডি দেবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

যদিও মাথায় রাখতে হবে, অ্যাপেল কর্তৃপক্ষ ফোল্ডেবল আইফোনের বিষয়ে টু শব্দও করেনি। আর এটা অ্যাপেলের স্টাইলও বলতে পারেন। তারা লঞ্চ করার আগে ফোন সম্পর্কে কিছুই জানায় না। আর সেই ধারা এ বারও বজায় থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read more!
Advertisement
Advertisement