
এলন মাস্ক নতুন বার্তা আদানপ্রদানের পরিষেবা চালু করলেন। নাম দেওয়া হয়েছে ‘এক্স চ্যাট’। এটি আলাদা কোনও অ্যাপ নয়, সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মধ্যেই ব্যবহার করা যাবে। পরিষেবাটির মূল লক্ষ্য হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলা।
X Chat-এ একাধিক নতুন সুবিধা রাখা হয়েছে। রয়েছে প্রান্ত থেকে প্রান্তে এনক্রিপশন, উন্নত বার্তা নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং আলাদা ইনবক্স। ফলে ব্যবহারকারীরা এখন ডিএম ও X Chat, দুই ধরনের বার্তা আলাদা ভাবে দেখতে পারবেন। মাস্ক জানিয়েছেন, এই নতুন পরিষেবায় বার্তা, অডিও, ভিডিও এবং ফাইল পাঠানো যাবে সম্পূর্ণ সুরক্ষিত উপায়ে।
মাস্ক জানিয়েছেন, শিগগিরই চালু করা হবে X Money নামে নতুন অর্থ লেনদেনের পরিষেবা। এটি ভারতেও শুরু হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে X Chat-এর হেল্প সেন্টারে জানানো হয়েছে, গ্রুপ বার্তা এবং মিডিয়াও এনক্রিপশনের আওতায় আনা হবে। ব্যবহারকারীরা পুরনো বার্তা সম্পাদনা, মুছে ফেলা বা নিজের মতো করে গায়েব করে দেওয়ার সুযোগও পাবেন।
হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেললে ‘this message was deleted’ বলে নোটিফিকেশন দেখা যায়। কিন্তু X Chat-এ এমন কোনও বার্তা দেখাবে না। গোপনীয়তা বাড়াতে নতুন ফিচারের সাহায্যে স্ক্রিনশটও ব্লক করে রাখা যাবে। ফলে গোপন বার্তার ছবি তোলা সম্ভব হবে না।
বর্তমানে X Chat কেবল iOS ও ওয়েব ভার্সনে ব্যবহার করা যাচ্ছে। X-এর ডিএম অংশে গেলেই এটি অ্যাক্সেস করা যায়। অতি শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও পরিষেবাটি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।