মালিকানা হাতে পেয়েই Twitter-এ একগুচ্ছ বদল আনছেন এলন মাস্ক (Elon Mask)। ইতিমধ্যেই ব্লু টিক ইউজারদের জন্য চার্জ ঘোষণা করেছেন মাস্ক। এবার শোনা যাচ্ছে, ট্যুইটার ব্যবহার করতেও গুনতে হবে টাকা।
এ ক্ষেত্রে সব ব্যবহারকারীর জন্যই চার্জ প্রযোজ্য হবে, নাকি নির্দিষ্ট ক্যাটেগরির জন্য চার্জেবল, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মাস্কের পরিকল্পনা, যত বেশি সংখ্যক ট্যুইটার ব্যবহারকারীর থেকে সাবস্ক্রিপশন ফি নিতে হবে। এছাড়া ট্যুইটার ব্লু টিক ইউজারদেরও আলাদা করে চার্জ দিতে হবে। তখন ব্লু টিক ইউজারদের অতিরিক্ত কিছু ফিচারের সুবিধা দেওয়া হবে।
মিটিংয়ে আলোচনা হয়েছে
ইতিমধ্যেই ট্যুইটার ইউজারদের থেকে টাকা নেওয়ার বিষয়ে কোম্পানির বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে খবর। প্ল্যান করা হচ্ছে, প্রতি মাসের কিছু নির্দিষ্ট দিন ট্যুইটার ইউজারদের জন্য ফ্রি থাকবে। বাকি দিন চার্জ গুনতে হবে।
ব্লু টিকে চার্জ লাগবে
তবে এই পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ীত হবে, তা এখনও জানা যায়নি। তবে জানা যাচ্ছে, ব্লু টিক সাবস্ক্রিপশনের ক্ষেত্রে মাস্কের ইচ্ছে, প্রথমে কিছু ইউজারের জন্য এই চার্জ রাখা হবে। মাস খানেকের মধ্যেই সব ইউজারদেরই ব্লুট টিকের জন্য টাকা দিতে হবে।
বহু কর্মীকে ছাঁটাই
চলতি সপ্তাহে টুইটার থেকে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। একটি মাত্র ই-মেলের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থায় তাঁদের আর প্রয়োজন নেই। টুইটারে সার্বিক খরচে লাগাম টানতেই মাস্কের এই পদক্ষেপ, মনে করছেন বিশেষজ্ঞরা।
গত শুক্রবার মাস্ক টুইট করে জানিয়েছিলেন, তাঁর কাছে আর কোনও বিকল্প ছিল না। কারণ টুইটারের প্রতি দিন প্রায় ৪০ লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে কর্মী ছাঁটাই প্রয়োজন ছিল।