Advertisement

BSNL Recharge Plan: মাত্র ১ টাকায় ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং; ধামাকা অফার আনল BSNL

সামনেই দীপাবলি। আর তার আগেই একটা সুখবর শোনাল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। তাদের পক্ষ থেকে একটি দারুণ প্ল্যান আনা হল দীপাবলি উপলক্ষে। এই প্ল্যানটির মাধ্যমে মাত্র ১ টাকায় দারুণ অফার দিচ্ছে BSNL। যদিও পুরনো গ্রাহকেরা এই অফারের স্বাদ পাবেন না। বরং যাঁরা নতুন কানেকশন নিচ্ছেন, তাঁরাই পাবেন এই অফার। 

BSNL ১ টাকার প্ল্যানBSNL ১ টাকার প্ল্যান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 5:18 PM IST
  • সাধারণ মানুষকে কিছুটা সুরহা দিতে Diwali Bonanza 2025 অফার নিয়ে এল BSNL
  • ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মিলবে এই অফার
  • মাত্র ১ টাকায় দারুণ অফার দিচ্ছে BSNL

সামনেই দীপাবলি। আর তার আগেই একটা সুখবর শোনাল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। তাদের পক্ষ থেকে একটি দারুণ প্ল্যান আনা হল দীপাবলি উপলক্ষে। এই প্ল্যানটির মাধ্যমে মাত্র ১ টাকায় দারুণ অফার দিচ্ছে BSNL। যদিও পুরনো গ্রাহকেরা এই অফারের স্বাদ পাবেন না। বরং যাঁরা নতুন কানেকশন নিচ্ছেন, তাঁরাই পাবেন এই অফার। 

Diwali Bonanza 2025 আনল BSNL

সাধারণ মানুষকে কিছুটা সুরহা দিতে Diwali Bonanza 2025 অফার নিয়ে এল BSNL। ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মিলবে এই অফার। এই অফারের মাধ্যমে কোনও নতুন গ্রাহক অথারাইজ রিটেলার বা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে ফ্রি-তে একটি সিম পেতে পারেন। আর সেই সিম অ্যাক্টিভেট করতে লাগবে মাত্র ১ টাকা। তার মাধ্যমে আনলিমিটেড কলিং, ২ জিবি হাই স্পিড ডেটা এবং ১০০টি এসএমএস পাবেন প্রতিদিন। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ১ মাস।


নিজের জায়গা হারিয়েছে BSNL
একটা সময় সাধারণ মানুষের কাছে BSNL ছিল ভরসার জায়গা। পাহাড় থেকে সমুদ্র, সব জায়গায় গেলেই এর নেটওয়ার্ক মিলবে বলে মনে করা হতো। যদিও সেই পরিস্থিতি এখন বদলে গিয়েছে। বেসরকারি Jio, Airtel এবং Vi-এর কাছে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে গিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। দিন দিন কমেছে গ্রাহক। 

তবে সেই পরিস্থিতি এখন কিছুটা শুধরে নিতে চাইছে BSNL। যার ফলে তারা ইতিমধ্যেই নিয়ে এসেছে ৪জি পরিষেবা। এখানেই শেষ নয়, সাশ্রয়ী কিছু প্ল্যানও আনছে BSNL। আর সেই পরিকল্পানারই অংশ হিসাবে ১ টাকার প্ল্যান আনল BSNL। এই প্ল্যানের মাধ্যমে নতুন গ্রাহকদের কাছে টানতে চায় এই সংস্থা। বাড়তে চায় নিজেদের গ্রাহক সংখ্যা।

এই প্রথম নয়
বহু দিন ধরেই কম পয়সার প্ল্যান নিয়ে আসছে BSNL। তাদের পক্ষে অগাস্ট মাসে ফ্রিডম অফার আনা হয়। আর এই অফারের মাধ্যমে ১.৩ লক্ষ নতুন গ্রাহক পায় BSNL। তার পর থেকেই নতুন অফার আনার পরিকল্পনা করছে এই সংস্থা।  অবশেষে BSNL-এর তরফ থেকে নতুন প্ল্যানটির কথা ঘোষণা করা হল। 

Advertisement

BSNL-এর ম্যানেজিং ডিরেক্টর এ.রবার্ট জে.রবি-এর মতে, এই প্ল্যানটির মাধ্যমে কম পয়সায় মানুষ থ্রিজি পরিষেবা পাবেন। তার পর ব্যবহারকারীরা BSNL এর রেগুলার প্যাক ব্যবহার করবেন। তাই এখন দেখার এই প্ল্যান থেকে BSNL-এর কোনও লাভ হয় নাকি, একইভাবে চলতে থাকবে সংস্থা।


 

Read more!
Advertisement
Advertisement