
WhatsApp ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকারের এজেন্সি। দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) যা কি না তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের একটি এজেন্সি, সেটি WhatsApp-এর এক নতুন থ্রেটের কথা জানিয়েছে।
এই এজেন্সির পক্ষ থেকে জানান হয়েছে, নতুন এই সমস্যার নাম হল হাই রিস্ক ঘোস্ট পেয়ারিং। এর মাধ্যমে WhatsApp অ্যাকাউন্টের দখল নিতে পারে হ্যাকারেরা। এই সতর্কবার্তায় জানান হয়েছে, হ্যাকাররা WhatsApp-এর লিঙ্কিং ডিভাইস ফিচারটির ভুল ব্যবহার করছে। অ্যাকাউন্ট হাইজ্যাক করা হতে পারে পেয়ারিং কোডের মাধ্যমে। আর সেটা করার ক্ষেত্রে কোনও অথেন্টিকেশন লাগছে না। আর হ্যাকারদের নতুন এই টেকনিক খুবই বিপজ্জনক হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা রিয়েল টাইম চ্যাট দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনার সিক্রেটও লিক হয়ে যেতে পারে আপনার।
কীভাবে হাইজ্যাক হবে WhatsApp?
WhatsApp হ্যাকিং একটা ছোট্ট মেসেজের মাধ্যমে শুরু হতে পারে। আপনার কাছে মেসেজ আসতে পারে 'Hi, Check this Photo' বলে। আর সেটা কোনও পরিচিতের নম্বর দিয়েই আসতে পারে।
এবার আপনি যদি সেই সময় ফটোটায় ক্লিক করেন তখন ফোন নম্বর দিতে হয়। পাশাপাশি ভেরিফেকশন করার কথাও বলা হয়। এর মাধ্যমেই WhatsApp হ্যাকারদের হাতে চলে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
WhatsApp ব্যবহারকারীরা এই ভুল নয়...
তাই আপনার পরিচিতরা যদি এমন কোনও মেসেজ করেন, যেখানে মোবাইল নম্বর চাওয়া হয়েছে। তাহলে সাবধান হন। এই ধরনের মেসেজের রিপ্লাই করবেন না। সেই কারণে কিন্তু WhatsApp হ্যাক হয়ে যেতে পারে।
WhatsApp সেটিং ঠিক করুন
WhatsApp-এর সেটিংয়ে রয়েছে লিঙ্কড ডিভাইস নামের একটি ফিচার। এটির মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন কোন ডিভাইসের সঙ্গে WhatsApp-এর যোগ রয়েছে। সেখানে কোনও অদ্ভুত ডিভাইস দেখলে আপনি লগ আউট করে যান। তাহলেই সমস্যার থেকে দূরে থাকতে পারবেন।