শেষ হয়ে গিয়েছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে। তবে এখনও চাইলেই আপনি iPhone 15 কিনতে পারেন অনেকটা কম দামে। অ্যামাজনের অফারে এই ফোনের দাম ২২ হাজার টাকা কমে গিয়েছে।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে Amazon Great India Sale। এই সেলেই iPhone 15-এর দাম কমেছে। এই অফারের মাধ্যমে আপনি ৫০ হাজারেরও কম টাকায় কিনতে পারবেন ফোনটি।
প্রসঙ্গত, ২ বছর আগে লঞ্চ হয় iPhone 15। সেই সময় এই ফোনটির টপ ভ্যারিয়েন্টের দাম ১ লক্ষের বেশি ছিল। শুধু তাই নয়, লোয়ার ভ্যারিয়েন্টগুলিও ছিল মোটামুটি ১ লক্ষ টাকার কাছাকাছি। যদিও বর্তমানে এই ফোনের দাম অনেকটা কমে গিয়েছে।
কত হল দাম?
এই ফোনের দাম ৬৯,৯০০ টাকা। তবে এই সেলে ফোনটির দাম কমেছে। বর্তমানে ফোনটি ৪৭,৯৯৯ টাকায় মিলছে। অর্থাৎ এই সময় ফোনটির দাম প্রায় ২২ হাজার টাকা কমেছে। এই ফোনে ব্যাঙ্ক অফার এবং অন্যান্য বেনিফিটও পাওয়া যাচ্ছে।
NO Cost EMI-তে মিলবে
অনেকের পক্ষেই এই ফোন নগদ টাকায় কেনা সম্ভব নয়। তাঁরা ইমিআই-তে কিনতে চান এই ফোন। আর তাঁদের জন্যই ভালো খবর দিয়েছে অ্যামাজন। এক্ষেত্রে Amazon Pay ICICI-কার্ডের মাধ্যমে নো কস্ট ইএমআই অফারে ফোনটি কিনতে পারেন। এক্ষেত্রে ১৬ টাকার মাসিক কিস্তিতে কিনতে হবে এই ফোন। ৩ মাসের ইএমআই-তে কিনতে পারবেন ফোনটি।
কালো রঙের ফোনটিই মিলছে
মাথায় রাখতে হবে এই ফোনটির কালো রঙের ভ্যারিয়েন্টটাই ৪৭,৯৯৯ টাকায় মিলছে। এতে রয়েছে ১২৮ জিবি-এর স্টোরেজ। অন্য ভ্যারিয়েন্টের দাম কিছুটা বেশি।
এছাড়াও নানা ভ্যারিয়েন্ট রয়েছে
এই ফোনটির ৫টি রঙে পাওয়া যায়। এটির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি-এর ভ্যারিয়েন্টও রয়েছে। যদিও সেগুলির দাম কিছুটা বেশি।
রয়েছে দারুণ ক্যামেরা
iPhone 15-এর ৬.১ ইঞ্চি স্ক্রিন রয়েছে। শুধু তাই নয়, এতে রয়েছে সুপার রেটিনা এক্সডিআর। স্ক্রিন প্রোটেকশনের জন্য সিরেমিক শিল্ড ব্যবহার করা হয়েছে। এতে ১৬ বায়োনিক চিপ ব্যবহার করা রয়েছে। এছাড়া এতে লেটেস্ট iOS 26 মিলবে। যদিও এআই ফিচার্স এক্সেস করতে পারবেন না।
প্রসঙ্গত, সদ্য লঞ্চ হয়েছে আইফোন ১৭। সেই ফোনকে ঘিরে উন্মাদনা রয়েছে তুঙ্গে। ভারতে বিক্রি শুরুর দিনই ব্যাপক সাড়া মিলেছে। অনেকেই লাইন দিয়ে ফোনটি কিনেছেন। যদিও বর্তমানে সেই ফোনটির দাম অনেকটাই বেশি।