Advertisement

বিক্রিতে দেশের সেরা বাইক Hero Splendor, দাম, মাইলেজ কত? সব তথ্য

অক্টোবরেও বাজার ধরে রাখল Hero Splendor। উৎসবের মরসুমেও বিক্রির নিরিখে দেশের এক নম্বর বাইকের স্থান ধরে রাখল স্প্লেন্ডর। ফলে একটি বিষয় স্পষ্ট। নতুন জেনারেশন যতই Apache, Pulsar নিয়ে মাতামাতি করুক, 'লর্ড' Splendor আজও রাস্তার রাজা।

বিক্রির নিরিখে দেশের এক নম্বর মোটরসাইকেল Hero Splendor।বিক্রির নিরিখে দেশের এক নম্বর মোটরসাইকেল Hero Splendor।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 2:52 PM IST
  • অক্টোবরেও বাজার ধরে রাখল Hero Splendor।
  • উৎসবের মরসুমেও বিক্রির নিরিখে দেশের এক নম্বর বাইকের স্থান ধরে রাখল স্প্লেন্ডর।
  • তুন জেনারেশন যতই Apache, Pulsar নিয়ে মাতামাতি করুক, 'লর্ড' Splendor আজও রাস্তার রাজা।বিক্রিতে দেশের সেরা বাইক Hero Splendor, দাম, মাইলেজ কত? সব তথ্য

অক্টোবরেও বাজার ধরে রাখল Hero Splendor। উৎসবের মরসুমেও বিক্রির নিরিখে দেশের এক নম্বর বাইকের স্থান ধরে রাখল স্প্লেন্ডর। ফলে একটি বিষয় স্পষ্ট। নতুন জেনারেশন যতই Apache, Pulsar নিয়ে মাতামাতি করুক, 'লর্ড' Splendor আজও রাস্তার রাজা। সেলস নাম্বার্সই তার প্রমাণ। স্প্লেন্ডরের বয়সও নেহাৎ কম নয়। ১৯৯৪ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই মডেল। এখন যাঁরা এই বাইক চালাচ্ছেন, তাঁদেরও অনেকের সেই সময় জন্ম হয়নি। গত ৩১ বছর ধরে ভারতে একভাবে বাজার কাঁপিয়েছে স্প্লেন্ডর। সময়ের সঙ্গে ডিজাইন বদলেছে। নতুন নতুন প্রযুক্তি যোগ হয়েছে। নতুন ভেরিয়েন্টও যোগ হয়েছে। কিন্তু Splendor এর মূল DNA টা একই থেকেছে। সেটা হল সিম্পল ডিজাইন, হালকা ওজন, দুর্দান্ত মাইলেজ এবং সস্তায় মেনটেনেন্স।

সময়ের সঙ্গে এই বাইক নিয়ে এক্সপেরিমেন্টও করেছে হিরো। একে একে Splendor+ XTEC 2.0, Splendor+, Splendor+ XTEC এবং Super Splendor XTEC, মোট চারটি মডেল এসেছে। ইঞ্জিনেরও নানা অপশন আছে, 100cc থেকে 125cc পর্যন্ত। তবে সব ভার্সানেই মূল USP একটাই, কম খরচে রোজকার যাতায়াত। 

Splendor+ XTEC 2.0, Splendor+, Splendor+ XTEC এবং Super Splendor XTEC, মোট চারটি মডেল এসেছে।

ভারতে গত দুই দশকে 125cc এবং 150cc সেগমেন্টের চাহিদা বেড়েছে। অনেকেই আজকাল একটু হাই পিক আপ বা প্রিমিয়াম বাইকের দিকে ঝুঁকছেন। তবুও Splendor এর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি। কেন?

দাম কম ও রক্ষণাবেক্ষণের খরচও কম
হিরোর এই বাইকের দাম প্রায় সবারই নাগালের মধ্যে। সাধারণ মানুষের বাজেটের বাইরে নয়। তাছাড়া এর স্পেয়ার পার্টসও সহজে পাওয়া যায়। ফলে লং টার্মে চালানোর খরচ কম। 

কলকাতায় স্প্লেন্ডার+ এর দাম ₹৭৩,৬৭৮ থেকে ₹৭৬,১০৩ পর্যন্ত(এক্স শোরুম)।

চমৎকার মাইলেজ
ফুয়েল এফিশিয়েন্সি বড় কারণ। Splendor গড়ে প্রায় ৮০ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। ফলে যাঁরা রোজকার অফিস, বাজার ঘাট, ব্যবসা, ডেলিভারির জন্য বাইক কেনেন, তাঁদের ক্ষেত্রেও এটি ফার্স্ট চয়েস থাকে।

টেকসই 
শহর হোক বা গ্রাম, খারাপ রাস্তা, জল কাদা, বাড়তি লোড নেওয়া, ঢালু রাস্তায় ওঠা, সবই মোটামুটি সামলে নেয় Splendor। হ্যাঁ, হাইওয়েতে দ্রুত পিক আপ হয় তো পাবেন না। তবে এই বাইকের সেটা কাজও নয়। তাছাড়া স্প্লেন্ডর সার্ভিসিং করানোও সহজ। Hero র সার্ভিস নেটওয়ার্ক মন্দ নয়।

Advertisement

সহজে চালানো যায়
বাইকের ওজন কম, সিট হাইট কম। হুট করে বেশি পিক আপ নেয় না। ফলে নতুন রাইডার বা বয়স্করাও সহজেই চালাতে পারেন। ভিড়ের রাস্তা বা সরু অলিগলিতেও আরামসে চালাতে পারবেন।

আর সেই কারণেই এতদিন পরেও বিক্রির নিরিখে দেশে এক নম্বর স্থান ধরে রেখেছে Hero Splendor। আপনার এই বাইকটা ভাল লাগে? জানান কমেন্ট। 

 

Read more!
Advertisement
Advertisement