Advertisement

Location Sharing: প্রিয় মানুষটি কখন-কোথায় আছে? বাড়ি বসেই লোকেশন দেখুন এক ক্লিকে

Location Sharing: আপনি আপনার ডিভাইসে লাইভ লোকেশন দেখতে পারবেন। কিন্তু মনে রাখা দরকার, কারোর অনুমতি ছাড়া তাঁর অবস্থান দেখা বেআইনি। কিন্তু এই পদ্ধতিতে আপনি সহজেই কোনো আইনি ঝামেলা ছাড়াই বন্ধুর অবস্থান জানতে পারবেন।

মোবাইল। প্রতীকী ছবিমোবাইল। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 4:12 PM IST
  • প্রিয় মানুষটি কখন-কোথায় আছে?
  • বাড়ি বসেই লোকেশন দেখুন এক ক্লিকে
  • জানুন বিস্তারিত তথ্য

Location Sharing: আপনার বন্ধু-বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ যোগাযোগ করে উঠতে পারছে না? এমন সমস্যায় পড়লে রয়েছে কিছু সহজ সমাধান। তবে এর জন্য অবশ্যই আপনার বন্ধুর ফোনে মোবাইল ডেটা/ওয়াই-ফাই এবং জিপিএস চালু রাখতে হবে। তবেই আপনি আপনার ডিভাইসে লাইভ লোকেশন দেখতে পারবেন। কিন্তু মনে রাখা দরকার, কারোর অনুমতি ছাড়া তাঁর অবস্থান দেখা বেআইনি। কিন্তু এই পদ্ধতিতে আপনি সহজেই কোনো আইনি ঝামেলা ছাড়াই বন্ধুর অবস্থান জানতে পারবেন।

কেমন ভাবে লোকেশন দেখতে পারবেন

এখন বেশিরভাগ মানুষ গুগল ম্যাপ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আপনি যে বন্ধুর অবস্থান জানতে চান, প্রথমে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তারপর তাঁর লোকেশন Google Maps বা WhatsApp-এর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করতে হবে। দুটি অ্যাপেই লোকেশন শেয়ারিং অপশন দেওয়া হয়েছে। এর জন্য গুগল ম্যাপে লোকেশন শেয়ারিং অপশনে যেতে হবে। এর পরে আপনার বন্ধু তাঁর অবস্থান আপনার সঙ্গে শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপেও লাইভ লোকেশন শেয়ার করা যায়। এর জন্য চ্যাটবক্স খুলে আপনার বন্ধুকে লোকেশন পাঠাতে হবে। সেখানে ক্লিক করে বন্ধুর অবস্থান আপনি সহজেই জানতে পারবেন। তবে এই লোকেশন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার করা যাবে। 

আরও পড়ুন

বন্ধুর অনুমতি প্রয়োজন

তবে এই দুটি ফিচারের ক্ষেত্রেই আপনার বন্ধুর অনুমতি প্রয়োজন। বন্ধুর অনুমতি ছাড়া আপনি তাঁর অবস্থান কিছুতেই দেখতে পারবেন না। দুটি ফিচার অনেক আগে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছিল। এই ফিচারগুলির সাহায্যে আপনার বন্ধুর অবস্থান অতি সহজেই জানতে পারবেন। জরুরি সময় কিংবা আপাৎকালীন পরিস্থিতিতে এই ফিচার বেশি কাজে লাগবে। তবে মনে রাখা দরকার যে, এই ফিচার ব্যবহার করতে গেলে মোবাইলে নেট সংযোগ থাকতে হবে। কিংবা ওয়াই-ফাই সংযোগও থাকলেও হবে। কম গতি সম্পন্ন মোবাইল নেটে লোকেশন দেখলে অনেক সমস্যায় পড়তে হয়।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement