Advertisement

Google Dial Pad Update Remove: মোবাইলের কলিং স্ক্রিন বদলে গেছে, পুরোনো ডায়াল প্যাড ফিরে পেতে কী করতে হবে?

গত সপ্তাহে Google একটি আপডেট এনেছে, যাতে বহু ব্যবহারকারীর ফোনের কলিং স্ক্রিন বদলে গিয়েছে। এই আপডেটটি Google Phone অ্যাপের জন্য আনা হয়েছে। যাদের ফোন গুগলের ই-মেল আইডি দিয়ে লগ-ইন করা এবং নম্বর গুগলে সিঙ্ক করানো তারা এই পরিবর্তনটি লক্ষ্য করেছেন। 

ফোনের ডায়াল প্যাডফোনের ডায়াল প্যাড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • अपडेटेड 1:58 PM IST

গত সপ্তাহে Google একটি আপডেট এনেছে, যাতে বহু ব্যবহারকারীর ফোনের কলিং স্ক্রিন বদলে গিয়েছে। এই আপডেটটি Google Phone অ্যাপের জন্য আনা হয়েছে। যাদের ফোন গুগলের ই-মেল আইডি দিয়ে লগ-ইন করা এবং নম্বর গুগলে সিঙ্ক করানো তারা এই পরিবর্তনটি লক্ষ্য করেছেন। 

অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন
গুগলের এই আপডেটের পর, সোশ্যাল মিডিয়াতে মানুষজন অভিযোগে জানাতে থাকেন। সকলের অজান্তেই অ্যাপটি আপডেট করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে বয়স্করা বেশি সমস্যায় পড়েছেন। 

পুরানো স্ক্রিনটি ফিরে পাবেন
যাদের সমস্যা হচ্ছে, তারা ডায়াল প্যাড আগের মতো করে দিতে পারেন। পুরানো কলিং স্ক্রিনটি ফিরিয়ে আনতে পারেন ছোট্ট একটি সেটিং চেঞ্জ করে।

পদ্ধতিটি খুবই সহজ
এর জন্য কেবল কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এতে সহজেই পুরনো ডায়াল প্যাডটি রিমুভ হয়ে যাবে। 

ধাপে ধাপে অনুসরণ করুন
প্রথমে ফোনের সেটিংস > অ্যাপস > ফোন -এ গিয়েও এটি অ্যাক্সেস করতে পারেন। এখানে উপরের ডান কোণায় তিনটি ডটে ক্লিক করতে হবে। এখানে "Updates Uninstall" অপশনটি পাবেন। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি মেসেজ দেখতে পাবেন। সেটি 'ওকে' করে দিন।

ফোনের কলিং কনট্যাক্টস ডিলিট হয়ে যাবে?
এর পরে আপনি অ্যাপটির ফ্যাক্টরি ভার্সান পাবেন। এই প্রক্রিয়ায় কনট্যাক্টস হারিয়ে যাবে না, তবে কলিং হিস্ট্রি অবশ্যই মুছে যাবে।

Read more!
Advertisement
Advertisement