Advertisement

Phone Hacked Signs: এই ৬ লক্ষণেই বুঝবেন ফোন হয়েছে হ্যাক, দ্রুত ব্যবস্থা না নিলেই বিপদ

আমাদের জীবন এখন স্মার্টফোনে আবদ্ধ। সকাল থেকেই শুরু হয় এই গ্যাজেটের ব্যবহার। তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত চোখ থাকে স্ক্রিনে। আর বর্তমানে এই গ্যাজেটে ব্যক্তিগত ফটো থেকে শুরু করে ব্যাঙ্কিং ডেটা, চ্যাট, ওটিপি এবং নানা ব্যক্তিগত নথি থাকে। তাই এখন হ্যাকারদের লক্ষ্য হয়ে উঠেছে স্মার্টফোন। অনেকের ফোনই হ্যাকারদের শিকার হচ্ছে। যার ফলে খোয়াতে হচ্ছে টাকা। পাশাপাশি ব্যক্তিগত ডেটাও উড়ে যাচ্ছে।

ফোন হ্যাক হওয়ার লক্ষণ জানেন?ফোন হ্যাক হওয়ার লক্ষণ জানেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 3:41 PM IST
  • অনেকের ফোনই হ্যাকারদের শিকার হচ্ছে
  • যার ফলে খোয়াতে হচ্ছে টাকা
  • পাশাপাশি ব্যক্তিগত ডেটাও উড়ে যাচ্ছে

আমাদের জীবন এখন স্মার্টফোনে আবদ্ধ। সকাল থেকেই শুরু হয় এই গ্যাজেটের ব্যবহার। তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত চোখ থাকে স্ক্রিনে। আর বর্তমানে এই গ্যাজেটে ব্যক্তিগত ফটো থেকে শুরু করে ব্যাঙ্কিং ডেটা, চ্যাট, ওটিপি এবং নানা ব্যক্তিগত নথি থাকে। তাই এখন হ্যাকারদের লক্ষ্য হয়ে উঠেছে স্মার্টফোন। অনেকের ফোনই হ্যাকারদের শিকার হচ্ছে। যার ফলে খোয়াতে হচ্ছে টাকা। পাশাপাশি ব্যক্তিগত ডেটাও উড়ে যাচ্ছে।

তবে মুশকিল হল, অনেকে এটা জানেনই না যে ঠিক কোন কোন লক্ষণে বোঝা যাবে স্মার্টফোনটি হ্যাক হয়ে গিয়েছে। তাই আজকের নিবন্ধে এই বিষয়টা নিয়েই আলোচনা করা হল।

হঠাৎ করেই ফোন স্লো হয়ে যাওয়া

এতদিন ঠিকঠাক চলছিল ফোন। কিন্তু হঠাৎই কি তা স্লো হয়ে গিয়েছে? বারবার করছে হ্যাং? এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হলে যে সমঝে যেতে হবে। কারণ, এর পিছনে থাকতে পারে স্পাইওয়্যার বা ম্যালওয়্যারের কারসাজি। অর্থাৎ সোজা ভাষায় এটা ফোন হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে।

দ্রুত কমে যাচ্ছে ব্যাটারি

ফোন ব্যবহার করলে ব্যাটারি কমবেই। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে হুট করে স্বাভাবিকের থেকে দ্রুত হারে ব্যাটারি লেভেল ড্রপ হতে শুরু করলে সাবধান হওয়া ছাড়ি গতি নেই। কারণ, এমনটা হতেই পারে যে কোনও হিডেন অ্যাপ লুকিয়ে ফোনের ডেটা চুরি করছে। যার ফলে কমে যাচ্ছে ব্যাটারি।

ডেটা কনসাম্পশন বেড়ে গিয়েছে

হু হু করে ইন্টারনেট উড়ে যাচ্ছে ফোনের? ব্যবহার না করেও ফুরিয়ে যাচ্ছে ডেটা? তাহলে ধরে নিতে হবে কোনও হ্যাকার আপনার ফোন থেকে দ্রুত ডেটা চুরি করে নিচ্ছে। যার ফলে উড়ে যাচ্ছে ইন্টারনেট। তাই এমনটা হলে একবার ফোনের সেটিংসে গিয়ে ডেটা কনসাম্পশন দেখুন।

অজান্তেই অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে ফোনে

অজান্তেই ফোনে কিছু অ্যাপ ডাউনলোড হয়ে যায়। আর এটা ম্যালওয়্যার ফোনে ঢুকে পড়ার লক্ষণ হতে পারে। তাই এমনটা হলেই কাস্টমার কেয়ারে ফোনটা নিয়ে যান। তারাই আপনাকে সমস্যার কথা জানাতে পারবে।

Advertisement

পপআপ বেড়ে যাওয়া

হু হু করে ফোনে পপআপ দেখা দিতে শুরু করলে সাবধান হন। কারণ, এই ধরনের লিংকের ক্লিক করলেও বুঝবেন ফোন হ্যাকারের হাতে চলে যেতে পারে।

ফোন, কল, ওটিপি নিজের থেকেই ফরওয়ার্ড হচ্ছে

অনেক সময় না চাইতেও ফোনের ম্যাসেজ এবং ওটিপি ফরওয়ার্ড হয়ে যায়। এমনকী না চাইতেও চলে যায় কল। আর এটিও ফোন হ্যাক হওয়ার লক্ষণ।

Read more!
Advertisement
Advertisement