Advertisement

Mobile Phone Lost: আপনার ফোন চুরি গিয়েছে? দ্রুত এই কাজগুলো করুন, নইলে বিপদ বাড়ব

Mobile Phone Lost: ফোন চুরি বা হারিয়ে যাওয়া নতুন কিছু নয়। অনেকের ফোন চুরি হয়ে যায়। ফোন চুরি মানে আপনার ব্যক্তিগত ডেটা, ছবি, পাসওয়ার্ড সব কিছু বেহা হয়ে যাওয়া। ফোনের অপব্যবহারও হতে পারে। থানায় এফআইআর করে ফোনটি ট্র্যাক করারও চেষ্টা করেন অনেকে। তবে এ ক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার উপরও অনেক কিছু নির্ভর করে।

ফোন হারালে যা করতেই হবেফোন হারালে যা করতেই হবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 2:01 AM IST

Mobile Phone Lost: ফোন চুরি বা হারিয়ে যাওয়া এখন নতুন কোনও ঘটনা নয়। প্রায়শই দেখা যায়, ফোন চুরি যাওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড এবং অন্যান্য ডেটা। শুধু তা-ই নয়, চুরি যাওয়া ফোনের অপব্যবহার হওয়ার আশঙ্কাও থাকে প্রবল।

অনেকে থানায় গিয়ে এফআইআর করেন, ফোন ট্র্যাক করার চেষ্টা করেন। তবে বাস্তব হল, বেশিরভাগ ক্ষেত্রেই চুরি যাওয়া ফোন আর ফিরে আসে না। তাই ফোন চুরি হওয়ার পর যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, তা হল ফোন এবং সিম দু’টিকেই দ্রুত ব্লক করা, এবং ক্লাউড থেকে সমস্ত ডেটা মুছে ফেলা।

প্রথমেই সিম ব্লক করুন
ফোন চুরি হলে প্রথম কাজ হওয়া উচিত সিম ব্লক করা। ফোনে থাকা নম্বর যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, সে জন্য টেলিকম সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে সিম ব্লক করার অনুরোধ জানান। পরিচয় সংক্রান্ত প্রাথমিক তথ্য যাচাইয়ের পর সংস্থা সিম ব্লক করে দেবে। পরে আপনি দোকান থেকে একই নম্বরে নতুন সিম সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

ফোনও ব্লক করুন CEIR-এর মাধ্যমে
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগের উদ্যোগে CEIR (Central Equipment Identity Register) নামের একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে ফোন চুরি যাওয়ার বিস্তারিত জানিয়ে ফোন ব্লক করার অনুরোধ জানানো যায়।

এই কাজের জন্য আপনাকে www.ceir.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। লাগবে FIR কপি, ফোনের বিল ও পুলিশ রিপোর্ট নম্বরের তথ্য। এই সব কিছু জমা দিয়ে ফর্ম সাবমিট করলেই আপনার ফোন ব্লক হয়ে যাবে। এর ফলে কেউ সেই ফোন আর ব্যবহার করতে পারবে না। ফলে ফোন থেকে ডেটা লিক হওয়ার আশঙ্কাও কমবে।

গুগল অ্যাকাউন্ট দিয়ে ডেটা মুছে ফেলুন
যদি আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হয়, তবে Google-এর Find My Device পরিষেবা ব্যবহার করে আপনি দূর থেকেই ফোনের সব ডেটা ডিলিট করে দিতে পারেন।

Advertisement

তার জন্য www.google.com/android/find ওয়েবসাইটে গিয়ে আপনার Google অ্যাকাউন্টে লগইন করুন। এরপর আপনার ডিভাইস সিলেক্ট করে ‘Erase Device’ অপশনটি বেছে নিন। এতে ফোনে থাকা সব কিছু মুছে যাবে।

সময়ের সঙ্গে লড়াই
ফোন চুরি হওয়া মানেই শুধু হারানো নয়, বড়সড় সাইবার ঝুঁকির মুখেও পড়া। তাই পরিস্থিতি যতই জটিল হোক না কেন, প্রতিটি পদক্ষেপ নিতে হবে দ্রুত। সময় গেলে কিন্তু হাত থেকে ফসকে যেতে পারে সব কিছু।

 

Read more!
Advertisement
Advertisement