চলতি বছর মন খারাপ Jio ব্যবহারকারীদের। কারণ, এই বছরই নিজেদের অধিকাংশ রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে সংস্থা। যার ফলে খসছে বেশি গ্যাঁটের কড়ি। খরচা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
যদিও আপনি চাইলে কিছুটা কম পয়সাতেও জিও-এর প্ল্যান ব্যবহার করতে পারেন। এতে আপনার নম্বরটি অ্যাক্টিভ থাকবে। সেই সঙ্গে অন্যান্য পরিষেবাও মিলবে।
আসলে চলতি বছরে SMS অনলি প্ল্যান এনেছে জিও। এর মাধ্যমে আপনার ফোনের ভ্যালিডিটিও বাড়বে। যার ফলে আপনার ফোনে কল আসা বন্ধ হবে না। আবার আপনাকে খুব বেশি টাকাও খরচ করতে হবে না।
JIO এর ৪৪৮ প্ল্যান
এটাই জিও-এর সবথেকে সস্তা প্ল্যান। এই প্ল্যানটির দাম ৪৪৮ টাকা। এতে এসএমএস এর পাশাপাশি কল করার সুবিধাও মিলবে। এই প্ল্যানের ভ্যালিডিটি হল ৮৪ দিনের। এই সময়টা আপনি আনলিমিটেড ফোন করতে পারবেন। পাশাপাশি মিলবে ১০০০ এসএমএস। শুধু তাই নয়, এই প্ল্যানে জিও টিভি এবং জিও এআই ক্লাউড-এর সুবিধা।
লং টার্ম বেনিফিট পেতে ব্যবহার করুন এই প্ল্যান
অনেকেই আবার লং টার্ম প্ল্যানে রিচার্জ করতে চান। আর তাঁদের জন্যও রয়েছে ভালো খবর। এই প্ল্যানে ৩৩৬ দিনের ভ্যালিডিটি মিলবে। পাশাপাশি পাবেন আনলিমিটেড কলিং এবং ৩৬০০ এসএমএস। এছাড়া মিলবে জিওটিভি এবং জিও এআই ক্লাউড।
এই প্ল্যানটির দাম ৮৯৫ টাকা। শুধু তাই নয়, এতে ৩৩৬ দিনের ভ্যালিডিটিও রয়েছে। যদিও এই প্ল্যানটি সবার জন্য নয়। যাঁরা শুধু জিও ফোন ব্যবহার করেন, তাঁরাই এই সুবিধা পাবেন।
সবথকে কম পয়সার ডেটা প্ল্যান
এখন আমাদের সকলেরই ফোনে ইন্টারনেট পরিষেবার প্রয়োজন। ইন্টারনেট ছাড়া আমাদের চলে না। আর সেই রিচার্জের ক্ষেত্রেও দারুণ বিকল্প এনেছে জিও।
এই প্ল্যানটির দাম হল ১৮৯ টাকা। এর ভ্যালিডিট ২৮ দিন। শুধু তাই নয়, এই প্ল্যানে ২ জিবি করে ডেটা প্রতিদিন পাবেন। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং এবং ৩০০ এসএমএস। এই প্ল্যানেও জিও টিভি এবং জিও এআই ক্লাউডের সুবিধা মিলবে।
আবার যাঁরা ৮৪ দিনের ইন্টারনেট রিচার্জ চান, তাঁরা ৭৯৯ টাকার প্ল্যানটি দেখতে পারেন। এতে ১.৫ জিবি ডেটা পাবেন প্রতিদিন। শুধু তাই নয়, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টা এসএমএস পাবেন বিনামূল্যে। তাই বাজেটে থাকতে চাইলে এই সব প্ল্যানগুলি ব্যবহার করতেই পারেন।