Advertisement

OTT-তে কোন কন্টেন্ট কত 'অশ্লীল'? নজর রাখার তোড়জোড় শুরু কেন্দ্রের

টেলিভিশন বা সিনেমার জন্য তো সেন্সর বোর্ড রয়েছে। কিন্তু OTT প্ল্যাটফর্মে? Netflix, Disney, Amazon Prime, JioCinema-র মতো প্ল্যাটফর্মে ক্রমেই সাবস্ক্রাইবার বাড়ছে। বাড়ছে কনটেন্টও। কিন্তু সেই কনটেন্ট রিভিউয়ের ব্যবস্থা নেই। এবার এই বিষয়েই ভাবছে কেন্দ্র সরকার। এক সরকারি নথি ও সূত্র মারফত মিলেছে এই খবর। অর্থাত্, অনলাইনে কনটেন্ট আপলোড করার আগে তা যাচাই করে দেখতে চাইছেন সরকারি কর্তারা।

OTT
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2023,
  • अपडेटेड 5:48 PM IST
  • Netflix, Disney, Amazon Prime, JioCinema-র মতো প্ল্যাটফর্মে ক্রমেই সাবস্ক্রাইবার বাড়ছে। বাড়ছে কনটেন্টও।
  • ক সরকারি নথি ও সূত্র মারফত মিলেছে এই খবর। অর্থাত্, অনলাইনে কনটেন্ট আপলোড করার আগে তা যাচাই করে দেখতে চাইছেন সরকারি কর্তারা।
  • ভারতে রিলিজ হওয়া প্রত্যিটি সিনেমা রিভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়।  সরকার-নিযুক্ত বোর্ড যাচাই করে দেখে। নগ্নতার দৃশ্য, গালিগালাজ বা ধর্মীয় ভাবনায় আঘাত হানতে পারে, এমন দৃশ্য বাদ দিয়ে দেয় সেন্সর বোর্ড। কিন্তু ওটিটির ক্ষেত্রে এই ব্যবস্থা নেই।

টেলিভিশন বা সিনেমার জন্য তো সেন্সর বোর্ড রয়েছে। কিন্তু OTT প্ল্যাটফর্মে? Netflix, Disney, Amazon Prime, JioCinema-র মতো প্ল্যাটফর্মে ক্রমেই সাবস্ক্রাইবার বাড়ছে। বাড়ছে কনটেন্টও। কিন্তু সেই কনটেন্ট রিভিউয়ের ব্যবস্থা নেই। এবার এই বিষয়েই ভাবছে কেন্দ্র সরকার। এক সরকারি নথি ও সূত্র মারফত মিলেছে এই খবর। অর্থাত্, অনলাইনে কনটেন্ট আপলোড করার আগে তা যাচাই করে দেখতে চাইছেন সরকারি কর্তারা।

অবাধ যৌনতা, হিংসা
ওটিটি অ্যাপে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। আর সেই কারণে তাতে অবাধ যৌনতা, হিংসা দেখানো যায়। কিছুক্ষেত্রে তা কাহিনীর স্বার্থে থাকে। আবার অনেকক্ষেত্রেই সস্তার জনপ্রিয়তা পেতে যৌনতা, রক্তপাত, বিতর্কিত মন্তব্যের ছড়াছড়ি থাকে। আগে OTT দর্শকের সংখ্যা কম ছিল। কিন্তু সময়ের সঙ্গে এই প্ল্যাটফর্ম দর্শক বাড়ছে। আর সেই কারণেই সমাজে এহেন কনটেন্টের প্রভাব নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্র। 

গত ২০ জুনের বৈঠকে  স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে এই প্রস্তাব পাঠিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কিন্তু এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি। তাই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।  আলোচনাসভায় Amazon, Disney, Netflix, Viacom18 এবং Apple টিভি অংশ নিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওটিটি প্ল্যাটফর্মের অশ্লীল কনটেন্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, সংসদ সদস্য এবং সাধারণ জনগণের বক্তব্যের ভিত্তিতেই এই প্রস্তাব আনা হয়েছে। 

নেটফ্লিক্স এবং আমাজন ভারতে বেশ জনপ্রিয়। মিডিয়া পার্টনার্স এশিয়ার প্রতিবেদন অনুসারে, আগামী  ২০২৭ সালের মধ্যে এই সেক্টরের বাজারের মূল্য প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে। 

এর আগে এপ্রিলে এক ইভেন্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির সৃজনশীলতার আড়ালে অশ্লীলতা এবং কুকথা প্রচার করা উচিত নয়।

Advertisement

বলিউডের শীর্ষ তারকারা এখন অনলাইন কনটেন্টে অভিনয় করছেন। বিশেষজ্ঞদের মতে, ওটিটি-তে অশ্লীল বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কনটেন্ট তৈরি হচ্ছে। আর সেই কনটেন্টেই জনপ্রিয় তারকাদের দেখা যাচ্ছে। এতে জনমানসে কুপ্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভারতে রিলিজ হওয়া প্রত্যিটি সিনেমা রিভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়।  সরকার-নিযুক্ত বোর্ড যাচাই করে দেখে। নগ্নতার দৃশ্য, গালিগালাজ বা ধর্মীয় ভাবনায় আঘাত হানতে পারে, এমন দৃশ্য বাদ দিয়ে দেয় সেন্সর বোর্ড। কিন্তু ওটিটির ক্ষেত্রে এই ব্যবস্থা নেই।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement