Advertisement

India Today Conclave 2025: এই স্কিলটা থাকলে AI-ও আপনার চাকরি খেতে পারবে না, জানালেন মাইক্রোসফট কর্তা

India Today Conclave 2025-এ AI নিয়ে বেশ কিছু বড় প্রশ্নের উত্তর দিলেন মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক এবং ডেলয়েটের গ্লোবাল এআই প্রোগ্রামের প্রধান নীতিন মিত্তাল। 

India Today Conclave 2025: এআই নিয়ে যা বললেন মাইক্রোসফট।India Today Conclave 2025: এআই নিয়ে যা বললেন মাইক্রোসফট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 6:45 PM IST

India Today Conclave 2025-এ AI নিয়ে বেশ কিছু বড় প্রশ্নের উত্তর দিলেন মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক এবং ডেলয়েটের গ্লোবাল এআই প্রোগ্রামের প্রধান নীতিন মিত্তাল। 

'মানুষ বনাম যন্ত্র' শীর্ষক আলোচনায় তাঁরা AI কীভাবে আমাদের বিশ্বকে বদলে দেবেন সেই নিয়ে আলোচনা করেন।  

ভারতের নিজস্ব এলএলএম কবে হবে?
চিনে গবেষণার উপর জোর দেওয়া হয়, যে কারণে তাদের কাছে ডিপসিকের মতো এলএলএম রয়েছে। পুনীত চন্দোক বলেন, ভারত কম খরচে আরও ভালো পণ্য উৎপাদন করে। এটিই ভারতের সাফল্যের মন্ত্র।

নীতিন মিত্তল বলেন, দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি অত্যন্ত প্রয়োজনীয়। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন পণ্য উৎপাদনের মতো হয়ে উঠেছে, যা বুদ্ধিমত্তা উৎপাদন করে। এই পরিস্থিতিতে ভারতের নিজস্ব AI না থাকলে, অন্যদের উপর নির্ভরশীল হতে হবে। তাই ভারতের এই দিকে কাজ করা দরকার।

তবে উভয় বিশেষজ্ঞকেই SLM-এর উপর মনোযোগ দিতে বলা হয়। পুনীত চন্দোক বলেন, ভারতের উচিত কীভাবে AI ব্যবহার করা যায়, তার উপর গুরুত্ব দেওয়া। অন্যদিকে, নীতিন মিত্তল বলেন, এলএলএম প্রস্তুত করা কঠিন কাজ। এতে সময় লাগে এবং ভারতেরও এই কাজে সময় লাগবে।

কীভাবে AI কাজ সহজ করে তুলছে
আজকাল AI এজেন্টদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই বিষয়ে নীতিন মিত্তল জানান, আগে আমরা কেবল AI-কে প্রশ্ন করতাম এবং তার উত্তর পেতাম। কিন্তু এখন এটি আরও একধাপ এগিয়ে গিয়েছে। AI এখন কেবল তথ্যই দেয় না, বরং আপনার জন্য কাজও করে। এর ফলে এটি আগের তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে।

AI হ্যালুসিনেশন সম্পর্কে বিশেষজ্ঞরা জানান, মানুষও ভুল করে। সুতরাং AI-ও ভুল উত্তর দিতে পারে। AI এখনও শিখছে। আমরা যত বেশি সময় এবং তথ্য দেব, এটি তত বেশি নির্ভুল হয়ে উঠবে।

'কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে না
পুনীত চন্দোক বলেন, উৎপাদনশীলতায় AI এজেন্টদের বড় ভূমিকা রয়েছে। তিনি জানান, এখন আর অর্ধেকের বেশি ইমেল টাইপ করতে হয় না। মাত্র এক বছরে AI ব্যবহার করে যত কোড লেখা হয়েছে, তা গত পাঁচ বছরের কোড লেখার পরিমাণের চেয়েও বেশি। অনেক কোম্পানি Gen AI দিয়ে কোড লিখছে।

Advertisement

চাকরি হারানোর আশঙ্কা নিয়ে পুনীত চন্দোক বলেন, AI আপনার চাকরি কেড়ে নেবে না। তবে যে AI ব্যবহার করতে জানে, সে আপনার জায়গা নিতে পারে। তাই নতুন প্রযুক্তি শেখাটা খুব জরুরি।

Read more!
Advertisement
Advertisement