Advertisement

Infinix Hot 60i 5g Price In India: Google Pixel-এর ফিচার ১০ হাজার টাকারও কম দামে, ভারতের বাজারে চলে এল নয়া ফোন

Infinix Hot 60i 5g Price In India: এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। এটি ৪ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৫ এবং এআই বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।

১০ হাজারেরও কমে গুগল পিক্সেলের ফিচার ? ভারতে লঞ্চ হল এই ফোন১০ হাজারেরও কমে গুগল পিক্সেলের ফিচার ? ভারতে লঞ্চ হল এই ফোন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 5:08 PM IST

Infinix Hot 60i 5g Price In India: চিনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন হ্যান্ডসেট HOT 60i 5G লঞ্চ করেছে, যার ডিজাইন একদম গুগল পিক্সেলের মতো। সম্প্রতি লঞ্চ হওয়া আরও কিছু ফোনেও এই ডিজাইন দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখন আমরা বাজেট সেগমেন্টে এই ডিজাইন দেখতে পাব।

এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। এটি ৪ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৫ এবং এআই বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলি। যা আমাদের সস্তায় লাক্সারি প্রিমিয়াম ফোনের স্বাদ দেবে।

স্পেসিফিকেশন কী কী রয়েছে?
Infinix HOT 60i 5G-তে রয়েছে 6.75-ইঞ্চি HD+ ফ্ল্যাট LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 670 Nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা সহ আসে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 প্রসেসরে কাজ করে। এতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে।

দাম কত?
কোম্পানি Infinix HOT 60i 5G চারটি রঙের বিকল্পে লঞ্চ করেছে - শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, প্লাম রেড এবং স্লিক ব্ল্যাক। ফোনটি ম্যাট ফিনিশ ব্যাক এবং ডুয়াল টোন সহ আসে। এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,২৯৯ টাকা। ফোনটিতে ৩০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে, যার পরে ফোনটির দাম ৮,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেটটি ২১ আগস্ট থেকে পাওয়া যাবে। 


 

Read more!
Advertisement
Advertisement