Advertisement

iphone 14 Discount On Flipkart : ফ্লিপকার্টে ব্যাপক সস্তায় মিলছে iPhone 14, জানেন কত দাম?

অ্যাপলের এই স্মার্টফোনটি 79,900 টাকা মূল্যে লঞ্চ করা হয়েছিল। তবে ডিসকাউন্ট দিয়ে 71,999 টাকা পাওয়া যাচ্ছে। তবে এই দামে 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এছাড়াও স্মার্টফোনে 4000 টাকার ব্যাঙ্ক অফার রয়েছে। এই অফার HDFC ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাচ্ছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 May 2023,
  • अपडेटेड 2:54 PM IST
  • ফ্লিপকার্টে আইফোন ১৪-তে প্রচুর ছাড়
  • রয়েছে দারুণ ফিচার্স
  • জানুন কত খরচ করতে হবে

নতুন স্মার্টফোন কিনতে চান, আইফোন 14-এ (iphone 14) আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এখন এই স্মার্টফোনটি আপনি কম দামে কিনতে পারেন। ফ্লিপকার্টে কয়েক হাজার টাকা ডিস্কআউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সঙ্গে এটি পাওয়া যাচ্ছে। ফোনের আসল দাম 79,900 টাকা আছে। তবে এখন 50 হাজার টাকারও কম দামে সেটি কিনতে পারবেন।

এই স্মার্টফোনে OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে ডুয়েল ক্যামেরা এবং প্রচুর স্টোরেজ অপশন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আইফোন 14-এ দেওয়া ডিসকাউন্ট অফারের ডিটেলস এবং এর অন্যান্য ফিচার।

iPhone 14 এ কী অফার আছে?
অ্যাপলের এই স্মার্টফোনটি 79,900 টাকা মূল্যে লঞ্চ করা হয়েছিল। তবে ডিসকাউন্ট দিয়ে 71,999 টাকা পাওয়া যাচ্ছে। তবে এই দামে 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এছাড়াও স্মার্টফোনে 4000 টাকার ব্যাঙ্ক অফার রয়েছে। এই অফার HDFC ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

এভাবে ফোনটির দাম দাঁড়াচ্ছে 67,999 টাকায়। আপনি যদি আইফোন এক্সচেঞ্চ করেন, তাহলে আপনি এটি আরও কম দামে কিনতে পারবেন। iPhone এক্সচেঞ্জে 22,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখবেন, ডিভাইসের বিনিময় মূল্য সেটির অবস্থার ওপরে নির্ভর করে। এভাবে ৫০ হাজার টাকার কম দামেও ফোনটি কিনতে পারবেন।

স্পেসিফিকেশন কী আছে?
Apple iPhone 14-এ রয়েছে একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এতে রয়েছে 1200 নিট পিক ব্রাইটনেস এবং ফেস আইডি সেন্সর। স্মার্টফোনটি A15 Bionic চিপসেটে কাজ করে। হ্যান্ডসেটটিতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজের অপশান আসে।

আইফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যায়, যার প্রধান লেন্স 12MP। পাশাপাশি কোম্পানি 12MP এর দ্বিতীয় লেন্সও দিয়েছে। এছাড়াও আপনি সামনে একটি 12MP লেন্স পাবেন। এতে 5G, Wi-Fi, ডুয়াল সিম, ব্লুটুথ, GPS এবং অন্যান্য বৈশিষ্ট্যও রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement