Advertisement

iPhone-কে টক্কর দিতে আসছে Nothing Phone! 50MP ক্যামেরা-সহ অনেক সুবিধা

এক টুইটার ইউজার (@rsjadon01) Nothing Phone (1) এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। সেই ট্যুইট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে Qualcomm Snapdragon 778G প্রসেসর। ভারতীয় বাজারে এই প্রসেসরটি নতুন নয়। আরও অনেক স্মার্টফোনে রয়েছে এই প্রসেসর। এখন পর্যন্ত এই প্রসেসরটি iQOO Z6 Pro 5G, Realme GT Master Edition, iQOO Z5 5G এবং Vivo T1 Pro 5G ফোনে দেখা গিয়েছে।

Nothing Phone (ছবি-Ben Geskin)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 May 2022,
  • अपडेटेड 6:39 PM IST
  • আইফোনকে চ্যালেঞ্জ জানাতে আসছে স্মার্টফোন
  • লঞ্চিংয়ের দিনক্ষণ চূড়ান্ত নয়
  • জেনে নিন সম্ভাব্য ফিচার্স

OnePlus স্মার্টফোন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা Carl Pei এবার নতুন স্মার্টফোন নিয়ে আসছেন। ফোনটি OnePlus নয়, Nothing ব্র্যান্ডে আসবে। ২০২০ সালের অক্টোবরে গড়ে ওঠা সংস্থা Nothing Technology Limited প্রথমে অডিও প্রোডাক্ট লঞ্চ করেছিল। 

এবার সংস্থা প্রথম স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। Carl Pei এই ফোনের নাম দিয়েছেন Nothing Phone (1)। তবে এর বৈশিষ্ট্য সম্পর্কে তিনি কিছু জানাননি। আইফোনের বিকল্প হিসেবে এই ফোন আনতে চলেছেন কার্ল। 

হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য নেই। তবে এর ফিচার্সগুলি ফাঁস হয়েছে। যদিও ফিচার্সগুলি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কী কী ফিচার থাকতে পারে?
এক টুইটার ইউজার (@rsjadon01) Nothing Phone (1) এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। সেই ট্যুইট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে Qualcomm Snapdragon 778G প্রসেসর। ভারতীয় বাজারে এই প্রসেসরটি নতুন নয়। আরও অনেক স্মার্টফোনে রয়েছে এই প্রসেসর। এখন পর্যন্ত এই প্রসেসরটি iQOO Z6 Pro 5G, Realme GT Master Edition, iQOO Z5 5G এবং Vivo T1 Pro 5G ফোনে দেখা গিয়েছে।

ওয়্যারলেস চার্জিং
রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যেতে পারে। ডিভাইসটিতে থাকতে পারে 4500mAh ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং সাপোর্ট সম্পর্কে কোনও তথ্য নেই। হ্যান্ডসেটটি ওয়্যারলেস চার্জিং সহ আসতে পারে। এই ফোনে Android 12 দেখা যাবে। 

50MP ক্যামেরা
স্মার্টফোনটিতে থাকতে পারে 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz। পিছনের দিকে, কোম্পানি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে পারে, যার মেইন লেন্স 50MP। এছাড়াও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরাও পাওয়া যাবে। সামনে একটি 32MP সেলফি ক্যামেরা দিতে পারে সংস্থা। তবে এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। 

Advertisement

আরও পড়ুনঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে শুক্রবার, কোথায় কোথায় প্রভাব?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement