Advertisement

iphone 17 : iPhone দুবাইয়ে এত সস্তা! ভারত থেকে প্লেনে গিয়ে কিনে আনলেও টাকা বাঁচছে, কীভাবে?

যেমন ধরুন আপনি যদি দুবাইয়ে আইফোন কেনেন তাহলে তা ভারতের তুলনায় বেশ সস্তায় পাবেন। এখন তো দুবাই যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন পড়ে না। সুতরাং কয়েক ঘণ্টার জন্য দুবাই গিয়ে সেখান থেকে আইফোন কিনে দেশে ফিরে আসতেই পারেন।

iphoneiphone
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 3:12 PM IST
  • মঙ্গলবার বিশ্বজুড়ে iPhone 17 লঞ্চ করেছেন টিম কুক
  • এই সিরিজের চারটি ফোন লঞ্চ করানো হয়েছে

মঙ্গলবার বিশ্বজুড়ে iPhone 17 লঞ্চ করেছেন টিম কুক। এই সিরিজের চারটি ফোন লঞ্চ করানো হয়েছে। তারপর থেকেই চর্চায় ফোনের দাম। ভারতে iPhone 17 pro র দাম যদিও তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। তবে iPhone 17 পাওয়া যাচ্ছে ৮২,৯০০ টাকায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, আইফোনের দাম এক এক দেশে এক এক রকম। 

যেমন ধরুন আপনি যদি দুবাইয়ে আইফোন কেনেন তাহলে তা ভারতের তুলনায় বেশ সস্তায় পাবেন। এখন তো দুবাই যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন পড়ে না। সুতরাং কয়েক ঘণ্টার জন্য দুবাই গিয়ে সেখান থেকে আইফোন কিনে দেশে ফিরে আসতেই পারেন। এমনকী যদি দুবাইয়ে ফ্লাইটে যাওয়া আসার খরচও ধরা হয় তাহলেও ভারতে যে টাকায় ফোনটি কিনবেন তার থেকে খরচ কম হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুবাইয়ের মতো ভিয়েতনাম বা হংকংয়েও আইফোন বেশ কম দামে বিক্রি হয়। 

দুবাইয়ে আইফোন কিনলে ভারতের থেকে সস্তায় কীভাবে কিনবেন? আসুন দেখে নিই হিসাব। ভারতে আইফোন ১৭ ভ্যানিলার দাম শুরু ৮২,৯০০ টাকা থেকে। আইফোন এয়ারের ১ লাখ ১৯ হাজার, ১৭ প্রোর দাম ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা এবং প্রো ম্যাক্সের ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। দুবাইয়ে গিয়ে যদি আপনি আইফোন প্রো ম্যাক্স কেনেন তাহলে কতটা সস্তা হবে? 

সংযুক্ত আরব আমিরশাহিতে আইফোন প্রো ম্যাক্সের দাম ৫০৯৯ AED। অর্থাৎ ভারতীয় মূল্য ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। আর দেশে এটি কিনলে আপনাকে দিতে হবে ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ দুবাইয়ে প্রায় ২৭ হাজার ৪০০ টাকা সস্তায় কিনতে পারবেন। 

এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে দুবাইয়ে যেতে আসতে তো খরচ হবে। সেই টাকা কোথা থেকে আসবে? তারও সমাধান রয়েছে। যদি আপনি দিল্লি থেকে আইফোন কিনতে দুবাই গিয়ে ফিরে আসেন, তাহলেও আপনার টাকা বেঁচে যাবে। এক্ষেত্রে যে ২৭ হাজার ৪০০ টাকা আপনি সেভ করছেন সেটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ দিল্লি থেকে দুবাই গিয়ে আইফোন কিনে ফের রাজধানীতে ফিরতে পারেন। তাতেও যে টাকা খরচ হবে তা অতিরিক্ত নয়। বরং বাঁচবে কিছু। 

Advertisement

Skyscanner অনুসারে দিল্লি থেকে দুবাইয়ে যাওয়া ও আসার খরচ ২২ হাজার ৬১৯ টাকা। ফ্লাইট রয়েছে ১৯ সেপ্টেম্বর। অর্থাৎ যেদিন থেকে ফোন বিক্রি শুরু হবে। দিল্লি থেকে সকাল ৯ টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়বে। সেদিনই পৌঁছবে দুবাই। সেদিন ফোন কিনে দুবাইয়ে থেকে পরদিন সকালে ১১ টা ১০ মিনিটে ফের দুবাই থেকে দিল্লির বিমান ধরতে পারবেন। 

যদি আপনি এই হিসেবে চলেন তাহলেও ৪ হাজার ৮০০ টাকা বাঁচবে। আবার হংকংয়েও iPhone 17 Pro Max ভারতের থেকে প্রায় ৩৪ হাজার ৩০০ টাকা সস্তা। আমেরিকাতেও আইফোন ভারতের তুলনায় সস্তা। কিন্তু সেই দেশের এক এক রাজ্যের কর বিধি এক এক রকম। সেজন্য দামের হেরফের হয়।  

Read more!
Advertisement
Advertisement