Jawa 42 2024-এর নতুন মডেল লঞ্চ করল Classic Legends। দাম 1,72,942 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আগের মডেলের তুলনায় যা প্রায় ১৭,০০০ টাকা কম। তবে ফিচার, ভার্সান অনুযায়ী আরও আঠোরোটি ভেরিয়েন্ট রয়েছে। সবচেয়ে দামি ভেরিয়েন্টটি বেস ভেরিয়েন্টের চেয়ে প্রায় ২৫,০০০ টাকা বেশি।
নতুন Jawa 42-তে আগের মডেলের তুলনায় বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্রেড রয়েছে। বাহ্যিক লুকে বদল তো আছেই। এছাড়াও, নতুন Jawa 42-এ মেকানিকাল আপডেটও রয়েছে। সংস্থার দাবি, আগের তুলনায় এটাতে আরও ভাল, ওয়েল-টিউনড ইঞ্জিন রয়েছে। এর ফলে আরও স্মুদ রাইডিং হবে।
2024 Jawa 42: স্টাইলিং, কালার ভেরিয়েন্ট, দাম
গ্লসি থেকে শুরু করে ম্যাট ফিনিশ... মোট ১৪টি কালার অপশন পাবেন। ভেগা হোয়াইট, ভয়েজার রেড, অ্যাস্টেরয়েড গ্রে, ওডিসি ব্ল্যাক, নেবুলা ব্লু এবং সেলেস্টিয়াল কপার ম্যাট নামে ৬টি নতুন কালার অপশন রয়েছে।
আগের মতোই নিও-রেট্রো স্টাইলিং রয়েছে। ব্ল্যাক-আউট মেকানিকাল্স। ইঞ্জিন-গিয়ারবক্স, ফ্রেম এবং টুইন এক্সজস্ট মাফলার- সবেতেই ম্যাট রঙ।
এমনিতে স্টাইল একইরকম রয়েছে। ফ্লাইস্ক্রিন-সহ একটি গোলাকার হেডল্যাম্প আছে। টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক এবং বেন্ট রিয়ার ফেন্ডার পাবেন। জাওয়া-র দাবি, সিটের বিষয়ে আলাদা করে নজর দেওয়া হয়েছে।
সাধারণত এই ধরণের বাইকে রাইডাররা লং রাইড করেন। ফলে ভাল সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সিটটি সেভাবেই টুইক করা হয়েছে।
2024 Jawa 42: ইঞ্জিন
J-Panther ইঞ্জিনে আগের মতোই 294cc ডিসপ্লেসমেন্ট থাকছে। তবে ইঞ্জিনের টিউনিংয়ে বড়সড় কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন কাউন্টার-ব্যালেন্স শ্যাফ্ট আছে। এতে ইঞ্জিনের কাঁপুনি কমবে। NVH ভাল হবে।
লিকুইড-কুলড ইউনিটে 27 bhp এবং 26.84 Nm পিক টর্ক পাবেন। 6-স্পিড গিয়ারবক্সেও পরিবর্তন আনা হয়েছে। মূলত লং রাইড, রাইডার কমফোর্ট মাথায় রেখে গিয়ার টিউনিং করা হয়েছে।
সাসপেনশনও রিটিউন করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিমি এবং সিটের উচ্চতা 785 মিমি হয়েছে। ডুয়াল-চ্যানেল ABS সহ দুই চাকাতে ডিস্ক ব্রেক আছে। বাইকে ওয়্যার-স্পোক এবং অ্যালয় হুইল দুই অপশনই রয়েছে। সম্পূর্ণ-ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে। 42 ববার এবং ইয়েজদি রেঞ্জেও এই প্যানেল রয়েছে।