Advertisement

Jio Cheapest Plan: ২০০ টাকারও কমে ২ জিবি করে ডেটা! জিও-র এই প্ল্যান সবার জেনে রাখা উচিত

Jio-এর বিভিন্ন রিচার্জ প্ল্যানের মধ্যে ১৯৮ টাকার একটি বিশেষ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে মিলছে একাধিক সুবিধা। সহজ কথায়, এটি একটি কম দামে ভালো বেনেফিট দেওয়া রিচার্জ প্যাক।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 12:57 PM IST

Jio-এর বিভিন্ন রিচার্জ প্ল্যানের মধ্যে ১৯৮ টাকার একটি বিশেষ প্ল্যান রয়েছে। এই প্ল্যানের বিষয়ে অনেকেই জানেন না। এক কথায়, একটি কম দামে ভাল বেনেফিট চাইলে এটাই জিও-র সেরা রিচার্জ প্যাক।

জিওর ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানে মিলছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। অর্থাৎ পুরো ১৪ দিনের জন্য আপনি মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকর।

এই রিচার্জ প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং-এর সুবিধা। ব্যবহারকারীরা স্থানীয় ও এসটিডি, দুই ধরনের কলই বিনামূল্যে করতে পারবেন। তাই আর আলাদা করে ব্যালেন্স রিচার্জ করার দরকার পড়বে না।

প্ল্যানটির মেয়াদ ১৪ দিন। অর্থাৎ রিচার্জ করার পর টানা ১৪ দিন পর্যন্ত আপনি এই সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন কোনও রকম সমস্যা ছাড়াই।

প্রতিদিন মিলবে ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগ। ফলে যারা এখনও নিয়মিত এসএমএস ব্যবহার করেন, তাঁদের জন্য এটি একটি বড় সুবিধা।

এই প্ল্যানে থাকছে আরও দুটি ডিজিটাল পরিষেবার অ্যাক্সেস। ব্যবহারকারীরা জিও টিভি এবং জিও এআই ক্লাউড ব্যবহার করতে পারবেন একেবারে বিনামূল্যে। এতে বিনোদনের পাশাপাশি ক্লাউড স্টোরেজের সুবিধাও মিলবে।

সবচেয়ে বড় সুবিধা হল, এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ। যাদের ফোনে ৫জি সাপোর্ট করে, তারা এই ফিচারটির পুরোটাই উপভোগ করতে পারবেন। ৫জি নেটওয়ার্ক থাকলে, আরও দ্রুত স্পিডে ইন্টারনেট চালানো সম্ভব হবে।

সংক্ষেপে, জিওর ১৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানটি একটি দুর্দান্ত প্যাক। অল্প খরচে প্রতিদিন ডেটা, কলিং, এসএমএস এবং অ্যাপ অ্যাক্সেসের মতো বেনেফিট একসঙ্গে পাওয়া যাচ্ছে। ১৪ দিনের জন্য এটি একটি সাশ্রয়ী এবং কার্যকরী রিচার্জ প্ল্যান হতে পারে।

Read more!
Advertisement
Advertisement