
Jio গ্রাহকদের জন্য সুখবর। এ বার Airtel-কে টেক্কা দিতে এগিয়ে এল জিও। যেখানে এয়ারটেল Perplexity AI এর প্রো ফ্রিতে দিচ্ছে, সেখানে গুগুল-এর Gemini AI-এর প্রো ভার্সন ফ্রিতে দিচ্ছে Jio। এক্ষেত্রে ১৮ মাসের জন্য বিনামূল্যে পাবেন এই পরিষেবা। আর তাতে আদতে গ্রহকদের লাভই হবে।
আসলে এই সাবস্ক্রিপশনের দাম হল ৩৫১০০ টাকা। আর এটা জিও ব্যবহারকারীরা ফ্রিতে পাবেন। প্রাথমিকভাবে ১৮ থেকে ২৫ বছর বয়সী ব্যবহারকারীদের এই অ্যাক্সেস ফ্রিতে দেবে সংস্থা। তবে পরবর্তী সময় এটা অন্যদেরও দেওয়া হবে বলে খবর।
কবে থেকে শুরু হবে পরিষেবা?
এই পরিষেবা দেওয়া হচ্ছে ৩০ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে ১৮ থেকে ২৫ বছর বয়সীরাই এআই পরিষেবা ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
তবে এক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে। যাঁদের ৩৪৯ টাকা বা তার বেশি দামি ৫জি রিচার্জ প্ল্যান রয়েছে, তাঁরাই এই সুবিধা পাবেন। অন্যরা পাবেন না। আর একটা কথা পোস্টপেড এবং প্রিপেড ব্যবহারকারীরা এই সার্ভিস ফ্রিতে পাবেন।
কীভাবে পাবেন?
জিও-এর পক্ষ থেকে জানান হয়েছে যে আপনাকে প্রথমে মাই জিও অ্যাপে যেতে হবে। সেখানে হোম পেজে আপনি একটা Gemini AI Pro ফ্রিতে পাওয়া যাচ্ছে বলে বার্তা দেখতে পারবেন। আর সেখানে ক্লিক করলেই ফ্রিতে পেয়ে যাবেন Gemini AI Pro।
কী সুবিধা পাবেন?
এক্ষেত্রে ব্যবহারকারীরা Gemini AI Pro-এর ১৮ মাসের সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন। মিলবে Gemini 2.5 AI Pro। পাশাপাশি ২ টিবি ক্লাউড স্টোরেজও পাবেন। সেখানে আপনি ফটো, ভিডিয়ো এবং অন্য ডকুমেন্ট জমা রাখতে পারেন।
এছাড়া আপনি চাইলে এই এআই এর সাহায্য নিয়ে বানাতে পারেন দারুণ ছবি। পাশাপাশি ভিও ৩.১ টুলের সাহায্যে এআই ভিডিও তৈরি করতে পারেন।
এখানেই শেষ নয়, যাঁরা পড়াশোনা বা গবেষণা করছেন, তাঁরাও এই এআই-এর নিতে পারেন সাহায্য। যার ফলে আপনাদের সুবিধাই হবে।