Advertisement

Jio Recharge Plan: সাড়ে ৪ টাকায় জলের দরে রিচার্জ প্ল্যান জিও-র, ভ্যালিডিটি ১১ মাস

এছাড়া ক্রিকেটভক্তদের জন্য তিনটি রিচার্জ প্ল্যান এনেছে জিও। আইপিএল ম্যাচ দেখার সময় যাতে কোনও অসুবিধা না হয়। ৯৯৯  টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল ও প্রতিদিন ৩জিবি ডেটা মিলছে। সেই সঙ্গে ২৪১ টাকার ভাউচার পাচ্ছেন গ্রাহকরা। এতে রয়েছে ৪০ জিবি ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিনের। 

Jio RechargeJio Recharge
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2023,
  • अपडेटेड 2:41 PM IST
  • Jio-র সস্তার রিচার্জ।
  • ১৫৫৯ টাকার রিচার্জে ৩৩৬ দিন ভ্যালিডিটি।

গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান আনল রিলায়েন্স জিও। মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী। সেই সময় সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে মুকেশ অম্বানির সংস্থা। এটা দুর্দান্ত রিচার্জ প্ল্যান। Jio-এর সেরা মূল্যের প্ল্যানে আপনি কম খরচে রিচার্জে দীর্ঘ ভ্যালিডিটি পাবেন। অনেকেরই প্রতিদিন ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। কারও বাড়িতে বা অফিসের ওয়াইফাই-তেই চলে যায় কাজ। তাঁদের জন্য এটা বেশ কার্যকরী। 

জিও-র নয়া প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা মোট ৩৩৬ দিনের বৈধতা পাচ্ছেন। এই প্ল্যানে দীর্ঘ বৈধতার সঙ্গে ইন্টারনেট ব্যবহারের জন্য ডেটাও পাবেন। এছাড়া মিলবে Jio-এর অন্যান্য সুবিধাও। ৩৩৬ দিনের বৈধতার সঙ্গে Jio-এর এই ভ্যালু রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক –

Jio-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম ১৫৫৯ টাকা। এই প্ল্যানটি রিচার্জ করার পরে বারবার মোবাইল রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই প্ল্যানে আপনি মোট ৩৩৬ দিনের বৈধতা পাচ্ছেন।

আরও পড়ুন

এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সঙ্গে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২৪ জিবি ডেটা পাবেন। ২৪ জিবি ইন্টারনেট ডেটার বৈধতা মোট ৩৩৬ দিনের জন্য। এই প্ল্যানে দৈনিক ডেটা লিমিট পাবেন না।

মেসেজ করার জন্য মোট ৩৬০০টি SMS পাচ্ছেন। আপনার মোবাইলে Jio-এর এই রিচার্জ প্ল্যান ১৫৫৯ টাকা। এই প্ল্যানে আপনার দৈনিক খরচ ৪.৬ টাকা। এই প্ল্যানটি রিচার্জ করার পরে গ্রাহকরা Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio ক্লাউডের মতো অন্যান্য Jio অ্যাপগুলিও ব্যবহার করতে পারবেন। আপনি যদি কম খরচে একটি সস্তা এবং দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজলে এটি উত্তম বিকল্প।

আইপিএলের আগে ক্রিকেট দেখার জন্য জিও-র প্ল্যান

এছাড়া ক্রিকেটভক্তদের জন্য তিনটি রিচার্জ প্ল্যান এনেছে জিও। আইপিএল ম্যাচ দেখার সময় যাতে কোনও অসুবিধা না হয়। ৯৯৯  টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল ও প্রতিদিন ৩জিবি ডেটা মিলছে। সেই সঙ্গে ২৪১ টাকার ভাউচার পাচ্ছেন গ্রাহকরা। এতে রয়েছে ৪০ জিবি ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিনের। 

Advertisement

এছাড়া ৩৯৯ ও ২১৯ টাকার দুটি রিচার্জও রয়েছে। ৩৯৯ টাকার প্ল্যানে ৩ জিবি ডেটা পাবেন প্রতিদিন। ভ্যালিডিটি ২৮ দিন। ৬১ টাকার ভাউচার মিলছে। যাতে রয়েছে অতিরিক্ত ৬ জিবি ডেটা। ২১৯ টাকার রিচার্জে প্রতিদিন গ্রাহকরা পাবেন ২ জিবি ডেটা। ভ্য়ালিডিটি ১৪ দিন। 

Read more!
Advertisement
Advertisement