Indian Mobile Congress 2025-এ নতুন একটি হ্যান্ডসেট সম্পর্কে ঘোষণা করল Jio। এই হ্যান্ডসেটটির নাম রাখা হয়েছে Jio Bharat। এই ফোনটির দাম ৭৯৯ টাকা।
কোথায় মিলবে এই ফোন?
এই জিওভারত ফোনটি মিলবে জিও পোর্টাল, জিও স্টোর, জিও মার্ট, অ্যামাজন, ইনস্ট্যান্ট সুইগি এবং অন্যান্য জায়গায়। এই ফোনটি কেনার সময় আপনি ব্যাঙ্ক অফারও পেতে পারেন। এর ফলে আরও কমে যাবে জিও ভারত ফোনের দাম। আপনার পকেটে কিছুটা টাকা বাঁচবে।
সেফটি ফার্স্ট ফিচার পাবেন
নতুন একটি সেফটি ফার্স্ট ফিচার নিয়ে এসেছে জিও। তাদের পক্ষ থেকে প্যারেন্টিং কন্ট্রোল, ব্যাটারি, সিগনাল চেক স্ট্যাটাস এবং মোবাইল ট্র্যাকিংও মিলবে।
লোকেশনে রাখতে পারবেন নজর
সেফটি ফার্স্ট সার্ভিস নিয়ে বড় দাবি করেছে জিও। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে এই ফিচারের মাধ্যমে জানা যাবে ব্যবহারকারীর লোকেশন। আর এই ফিচার বাবা-মায়েদের জন্য খুবই কাজের। কারণ, তারা এই ফোন সন্তানকে দিলে তার লোকেশন খুব সহজেই জেনে ফেলতে পারবেন। এতে আদতে লাভই হবে।
ইউজেস ম্যানেজার ফিচারটাও সেরা
এটিও ফোনের একটি নতুন ফিচার। এর মাধ্যমে বাবা-মায়েরা সন্তানের ফোনের ব্যবহার কন্ট্রোল করতে পারবেন। তারা ঠিক করতে পারবেন যে কতগুলি কল বা মেসেজ ফোন থেকে করা যাবে। শুধু তাই নয়, এই ফিচারের মাধ্যমে কোনও নম্বরকে ব্লকও করে ফেলাও সম্ভব হবে। যার ফলে সন্তান অনিয়ন্ত্রিতভাবে ফোনটি ব্যবহার করতে পারবে না।
জানা যাবে ব্যাটারি স্ট্যাটাস
ফোনের ব্যাটারি কী অবস্থায় রয়েছে, সেটাও জানা যাবে একটি দুর্ধর্ষ ফিচারের মাধ্যমে। শুধু তাই নয়, ফোনের নেটওয়ার্ক সিগন্যাল ঠিক কেমন রয়েছে, সেটাও জানাতে পারা যাবে।
জিও ভারত ফোনে আর কী ফিচার পাবেন?
এই ফোনে মিলবে ২.৪ ইঞ্চির ডিসপ্লে। শুধু তাই নয়, ২০০০mAh ব্যাটারি মিলবে এতে। এর পাশাপাশি ফোনে দেখা যাবে ৪৫৫টি টিভি চ্যানেল। এছাড়া ব্যবহারকারীরা জিও পে ব্যবহার করে ইউপিআই পেমেন্টও করতে পারবেন।
সবথেকে বড় কথা, এই ফোনের জন্য় সাধ্যের মধ্যে থাকা রিচার্জ প্ল্যান আনছে জিও। আর সেটাও এই ফোনের অ্যাডভান্টেজ।